ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিমুল বিশ্বাসের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় দোয়া কামনা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আজ২৭ জুন রোজ শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাবনায় একযোগে বাদ জুম্মা শতাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বাদ জুমা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দোয়া মাহফিলের পাশাপাশি বিভিন্ন স্থানে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, স্বর্ণ শ্রমিক সহ দিনমজুর, মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে চাল, ছাগলসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেন শিমুল বিশ্বাস।

এ সময় তিনি বলেন, “কুরআনের পাখিদের হাসিমুখ আর মসজিদ-মাদ্রাসার পরিবেশ আমাকে অনুপ্রাণিত করে। এছাড়া শ্রমজীবী মানুষদের ঘামের মূল্য ও কষ্টের প্রতি শ্রদ্ধা থেকেই সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই।”

দিনব্যাপী আয়োজনে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন শিমুল বিশ্বাস।এ ছাড়াও আসন্ন জাতি সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে জনগণের নিকট দোয়া প্রার্থনা করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাবনায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিমুল বিশ্বাসের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় দোয়া কামনা

আপডেট সময় ০৬:১১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫

আজ২৭ জুন রোজ শুক্রবার বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাবনায় একযোগে বাদ জুম্মা শতাধিক মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ জুন) বাদ জুমা বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাসের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

দোয়া মাহফিলের পাশাপাশি বিভিন্ন স্থানে দিনব্যাপী খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। বাস শ্রমিক, ট্রাক শ্রমিক, স্বর্ণ শ্রমিক সহ দিনমজুর, মাদ্রাসার শিক্ষার্থী ও এতিম শিশুদের মাঝে চাল, ছাগলসহ বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করেন শিমুল বিশ্বাস।

এ সময় তিনি বলেন, “কুরআনের পাখিদের হাসিমুখ আর মসজিদ-মাদ্রাসার পরিবেশ আমাকে অনুপ্রাণিত করে। এছাড়া শ্রমজীবী মানুষদের ঘামের মূল্য ও কষ্টের প্রতি শ্রদ্ধা থেকেই সবসময় তাদের পাশে থাকার চেষ্টা করি।”

তিনি আরও বলেন, “স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য আজীবন লড়াই করেছেন। আমরা তার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চাই।”

দিনব্যাপী আয়োজনে পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এবং বিভিন্ন শ্রেণিপেশার নেতৃবৃন্দরা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন শিমুল বিশ্বাস।এ ছাড়াও আসন্ন জাতি সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসাবে জনগণের নিকট দোয়া প্রার্থনা করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471