বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের শিক্ষক প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর ও পাবনা-৫ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন: আজকের এই শিক্ষক প্রতিনিধি সম্মেলন শিক্ষক সমাজের ঐক্য, সচেতনতা, এবং দায়িত্ববোধকে আরো সুদৃঢ় করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি । শিক্ষকরা হচ্ছেন জাতি গঠনের কারিগর। আপনাদের নিরলস পরিশ্রম, নিষ্ঠা এবং আন্তরিকতার মাধ্যমেই আমাদের নতুন প্রজন্ম সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠছে ।
১ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টার সময় পাবনা দারুল আমান ট্রাস্টের আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে শিক্ষক প্রতিনিধি সম্মেলনে তিনি আরো বলেন শিক্ষকতা শুধু পেশা নয়, এটি একটি মহান ব্রত। আজকের এই সম্মেলন আমাদেরকে নতুন দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমান সময়ে প্রযুক্তি, সমাজ এবং শিক্ষাব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে শিক্ষকের ভূমিকাও ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। তাই আমাদেরও সময়ের সাথে তাল মিলিয়ে নিজেদের দক্ষতা, মানসিকতা ও দৃষ্টিভঙ্গি আরো সমৃদ্ধ করতে হবে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা হাবিবুর রহমান সিরাজির সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন পাবনা জেলা শাখার সেক্রেটারি ড. মোহাম্মদ ইদ্রিস আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাবনা পৌর শাখার প্রধান উপদেষ্টা ও পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ এবং সদর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা আব্দুর রব প্রমুখ।