জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গণঅভ্যুত্থানে যেভাবে জনগণের বিজয় এসেছিল, ইনশাআল্লাহ ঠিক তেমনি ভবিষ্যতে সংসদেও আমাদের বিজয় নিশ্চিত হবে।”
বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল সাড়ে ৪টায় পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌর সদরের বিজয় চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী আন্দোলনের পথ ধরেই গঠিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি। এই দলটি নতুন হলেও আমাদের স্বপ্ন ও লক্ষ্য অনেক বড়। দেশের মানুষের নাগরিক অধিকার প্রতিষ্ঠাই আমাদের মিশন। যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, তাদের ঋণ শোধ করতেই আমাদের এই পথচলা। গ্রামের হাটে, বাজারে, প্রতিটি জনপদে আমাদের বার্তা পৌঁছে দিন। ইনশাআল্লাহ আমাদের বিজয় সময়ের ব্যাপার মাত্র।”
তিনি আরও বলেন, “আমরা রাজনীতি করতে এসেছি মানুষের দুঃখ-কষ্টের কথা শুনে, তাদের আশাভরসার জায়গা হয়ে উঠতে। আমরা কোনো দূরের দল নই, আমরা সাধারণ মানুষের মাঝে মিশে গেছি এবং যাব। তাদের অভিজ্ঞতা ও চাহিদার ভিত্তিতেই আমরা আমাদের ইশতেহার তৈরি করবো এবং সেই অনুযায়ী নতুন বাংলাদেশ গড়বো।”
নাহিদ ইসলাম জানান, বর্তমানে “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচির অংশ হিসেবে ৬৪ জেলায় যাওয়ার পরিকল্পনা বাস্তবায়ন করছে এনসিপি। তিনি বলেন, “এক বছর আগে এই জুলাই মাসেই ছাত্ররা বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিল। তাদের সেই আত্মত্যাগকে সম্মান জানাতে আমরা এই মাসে দেশজুড়ে পথযাত্রা চালিয়ে যাচ্ছি। কোনো বাধাই আমাদের রুখতে পারবে না।”
পথসভায় সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। সভায় আরও উপস্থিত ছিলেন—দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার এবং সহকারী মুখ্য সংগঠক রাসেল ইসলাম।
পথসভা শেষে করতোয়া সেতুর টোলপ্লাজা সংলগ্ন এশিয়ান মহাসড়কের পাশে জাতীয় নাগরিক পার্টির দেবীগঞ্জ অফিস উদ্বোধন করেন নাহিদ ইসলাম। এ সময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ তার সঙ্গে উপস্থিত ছিলেন।