পঞ্চগড় সবুজ আন্দোলনের উদ্যোগে “পরিবেশ বিপর্যয় রোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা ও গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ জুলাই) সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এই আয়োজন হয়।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউসুফ আলী, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রশিদ ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক।
সভায় বক্তারা পরিবেশ বিপর্যয়, প্লাস্টিক ও শব্দ দূষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং সচেতনতার ওপর আলোকপাত করেন।
পরে উপস্থিতদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সবুজ আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম।
সবশেষে অতিথিরা এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।