ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধর্ষণ মামলায় পাবনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১লাখ টাকা জরিমানা

  • মোঃ নুরুন্নবী
  • আপডেট সময় ০৮:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৫ বার পড়া হয়েছে

পাবনা প্রতিনিধিঃ
ধর্ষণ মামলায় পাবনায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা করা হয়েছে । আজ রবিবার (১৩ জুলাই) পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, পাবনার আমিনপুর থানার খানপুরা গ্রামের নুর উদ্দিন সরদারের ছেলে নিশান উদ্দিন সরদার একই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে উর্মি খাতুনের (২১) সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী কালে বিয়ে না করে প্রতারণার আশ্রয় নিলে উর্মি খাতুন ২০২৩ সালের ২৯জুন ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩এর ৯(১) ধারায় আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার আমিন থানা মামলা ২৯। তারিখ ২৯/৬/২০২৩। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদত হোসেন ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় গত ৩০/৩/২০২৪ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত উক্ত মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি নিশান উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি এডভোকেট নাজমুল হোসেন শাহীন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ছিলেন এডভোকেট সাহাবুদ্দিন সবুজ।

ভিকটিম উর্মি খাতুনের পিতা আব্দুল আউয়াল মোল্লা বলেন,আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত নিশান উদ্দিন সরদারের আইনজীবি এডভোকেট সাহাবুদ্দিন সবুজ বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

সীমান্তবর্তী স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় ও জনসচেতনতামূলক সভা পরিচালনা করেছে ৩৩ ব্যাটালিয়ন বিজিবি

ধর্ষণ মামলায় পাবনায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ১লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৩৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫

পাবনা প্রতিনিধিঃ
ধর্ষণ মামলায় পাবনায় একজনকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা করা হয়েছে । আজ রবিবার (১৩ জুলাই) পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।

মামলার বিবরণে জানা যায়, পাবনার আমিনপুর থানার খানপুরা গ্রামের নুর উদ্দিন সরদারের ছেলে নিশান উদ্দিন সরদার একই গ্রামের আব্দুল আওয়ালের মেয়ে উর্মি খাতুনের (২১) সাথে বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তী কালে বিয়ে না করে প্রতারণার আশ্রয় নিলে উর্মি খাতুন ২০২৩ সালের ২৯জুন ২০০০সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩এর ৯(১) ধারায় আমিনপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার আমিন থানা মামলা ২৯। তারিখ ২৯/৬/২০২৩। মামলার তদন্তকারী কর্মকর্তা শাহাদত হোসেন ঘটনার সত্যতা প্রমাণ পাওয়ায় গত ৩০/৩/২০২৪ তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত উক্ত মামলায় ১১জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। সাক্ষ্য প্রমাণে সন্দেহাতীত ভাবে দোষী সাব্যস্ত হওয়ায় বিজ্ঞ বিচারক আসামি নিশান উদ্দিন সরদারকে যাবজ্জীবন কারাদন্ড ও ১লাখ টাকা জরিমানা এবং জরিমানা অনাদায়ে ৬মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

মামলায় সরকার পক্ষে আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ পিপি এডভোকেট নাজমুল হোসেন শাহীন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন ছিলেন এডভোকেট সাহাবুদ্দিন সবুজ।

ভিকটিম উর্মি খাতুনের পিতা আব্দুল আউয়াল মোল্লা বলেন,আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। দণ্ডপ্রাপ্ত নিশান উদ্দিন সরদারের আইনজীবি এডভোকেট সাহাবুদ্দিন সবুজ বলেন, রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471