গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধায় জেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করলেন আতাউর রহমান। গত ২ জুলাই সরকারি প্রজ্ঞাপনের আদেশে তিনি আনুষ্ঠানিকভাবে এ জেলা শিক্ষা অফিসে যোগদান করেন। এসময় সাত উপজেলার শিক্ষা অফিসারসহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সকলপ্রধানগণ উপস্থিত থেকে ফুলেল শুভেচ্ছা জানান এবং কুশল বিনিময় করেন।
যোগদানকালে নতুন জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান প্রত্যাশা করেন জেলার অবহেলিত চরাঞ্চলের শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং শিক্ষার মানোন্নয়নে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান সঠিকভাবে তদারকি করবেন। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সাংস্কৃতিক, খেলাধুলাসহ বিভিন্ন কর্মকান্ড বিকশিত করার ব্যবস্হা নেবেন। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, এর আগে তিনি জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উলফাতুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
গাইবান্ধায় জেলা শিক্ষা অফিসার হিসাবে আতাউর রহমানের যোগদান
-
নুরুল ইসলাম
- আপডেট সময় ০১:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
- ৩১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত