ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • বুরহান খান
  • আপডেট সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি :
জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক শহীদী মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে গৌরাঙ্গবাজার ও আঁখড়াবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম এবং সঞ্চালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল আমিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, “জুলাই-আগস্ট গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। জনগণ যে প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তার অন্যতম ছিল এই হত্যাকাণ্ডের বিচার। অথচ সরকার এখনো সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। চলতি মাসেই এ হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা এনামুল হক হক্কানী, যুব মজলিস কিশোরগঞ্জ উত্তর জোন সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং সদর শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী।
বক্তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, “এই হত্যাকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল এবং তারা দেশে গণতন্ত্র ও শান্তির বিপক্ষে কাজ করছে।”
সমাবেশ শেষে শাপলা চত্বরে দাঁড়িয়ে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

দিনাজপুর সুইহা্রীতে দাবা খেলা অনুষ্ঠিত।

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় ১০:১৫:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

কিশোরগঞ্জ প্রতিনিধি :
জুলাই-আগস্ট গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলটি ঐতিহাসিক শহীদী মসজিদের সম্মুখ থেকে শুরু হয়ে গৌরাঙ্গবাজার ও আঁখড়াবাজার এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা আব্দুল করিম এবং সঞ্চালনা করেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির আল আমিন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন, “জুলাই-আগস্ট গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি। জনগণ যে প্রত্যাশা নিয়ে বর্তমান সরকারকে ক্ষমতায় বসিয়েছিল, তার অন্যতম ছিল এই হত্যাকাণ্ডের বিচার। অথচ সরকার এখনো সে প্রতিশ্রুতি পূরণ করতে পারেনি। চলতি মাসেই এ হত্যাকাণ্ডের বিচার শেষ করতে হবে।”
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল মুমিন শেরজাহান, কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য প্রার্থী মাওলানা এনামুল হক হক্কানী, যুব মজলিস কিশোরগঞ্জ উত্তর জোন সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং সদর শাখার সহ-সভাপতি মাওলানা আনোয়ার হোসেন রশিদাবাদী।
বক্তারা জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বলেন, “এই হত্যাকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল এবং তারা দেশে গণতন্ত্র ও শান্তির বিপক্ষে কাজ করছে।”
সমাবেশ শেষে শাপলা চত্বরে দাঁড়িয়ে নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়ার মাধ্যমে কর্মসূচি শেষ করা হয়।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471