দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পঞ্চগড়ের দেবীগঞ্জে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) দুপুর ১২টায় দেবীগঞ্জ নর্থ-স্টার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে “বৃক্ষরোপণ প্রকল্প ২০২৫”-এর আওতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইসলামি চিন্তাবিদ ও দাঈ শায়খ আহমাদুল্লাহ প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই প্রকল্পের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫০ শিক্ষার্থীর মাঝে একটি করে আম, আমড়া ও লিচুর চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে প্রায় ১,০০০টি ফলজ চারা বিতরণ করা হয়।
বিতরণকৃত গাছের মধ্যে উল্লেখযোগ্য জাতের আম্রপালি, হাড়িভাঙ্গা ও ব্যানেনা আম, উন্নত জাতের আমড়া এবং অধিক ফলনশীল চায়না-৩ লিচু রয়েছে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শামীম ইসলাম চৌধুরী, কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, আস-সুন্নাহ ফাউন্ডেশনের উপজেলা প্রতিনিধি ও দেবীগঞ্জ মডেল মসজিদের খতিব মাওলানা মুসলিম মাহমুদ, মো. সাকিব উদ্দীন এবং নর্থ-স্টার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীর অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মাওলানা মুসলিম মাহমুদ বলেন, “গাছ মানুষের উপকারী বন্ধু। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। তাই আস-সুন্নাহ ফাউন্ডেশন সারা দেশে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
ফাউন্ডেশনের এই উদ্যোগকে স্বাগত জানান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা। একইসঙ্গে পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন অংশগ্রহণকারীরা।