গাইবান্ধা প্রতিনিধিঃ-
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের মধ্য কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নির্ধারিত সময়ের আগে ছুটি দেয়ায় প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। এক তথ্যের ভিত্তিতে সরেজমিনে গিয়ে দেখা যায়,গত ২৯/৭/২০২৫ ইং বিকাল ৩টা ৫ মিনিটে প্রধান শিক্ষক মোছাঃ নাজমুর নাহার
মধ্য কঞ্চিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি
ছুটি দেন। বিষয়টি তাৎক্ষণিক ভাবে গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষন কুমার দাসকে জানালে তিনি দ্রুত “শোকজ” করার নির্দেশ দেন। এরই প্রেক্ষিতে ফুলছড়ি উপজেলার কেতকিরহাট ক্লাস্টারের দায়িত্বে নিয়োজিত থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার শাহনাজ বেগম ২৯/৭/২০২৫ ইং তারিখে “সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৯ ভঙ্গের দায়ে কেন তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে কারন দর্শানোর নোটিশ প্রদান করেছেন। বর্তমান অন্তবর্তীকালীন সরকার নির্ধারিত সময়ের ১ মিনিট আগেও স্কুল /কর্মস্থল ত্যাগ করা যাবে না মর্মে পরিপত্র ও নির্দেশনা জারী করেছেন,সেক্ষেত্রে ৪ টাকা ১৫ মিনিটের আগে কি ভাবে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছুটি দেয়া হয়। শিক্ষার্থীদের অভিভাবক ও সচেতন মহল জানান, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাচ্চাদের লেখা পড়ার দিকে তেমন মনোযোগ দেন না। প্রতিষ্ঠানে এসেই মোবাইল ভিডিও দেখা ও মাথার উকুন তোলা নিয়ে ব্যস্ত থাকেন। সরকার বৃত্তির ব্যবস্হা করেছেন
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা-পড়ার মান ফিরিয়ে আনতে সেখানে
প্রধান শিক্ষকের এমন আচারণে এলাকাবাসী ক্ষুদ্ধ। এ ব্যপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ কুমার দাস জানান, ফুলছড়ি উপজেলা শিক্ষা অফিসার কৈফিয়ত তলব করেছেন। তিনি জবাবসহ প্রতিবেদন প্রেরণ করবেন। তার পর ব্যবস্হা নেয়া হবে।
গাইবান্ধার ফুলছড়িতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ
-
নুরুল ইসলাম
- আপডেট সময় ০২:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
- ১০ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত