পাবনা জেলা প্রতিনিধিঃ
প্রেসক্লাব পাবনার উদ্যোগে জুলাই অভ্যুত্থান দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে পথচারীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করা হয়। কর্মসূচিতে ফলজ, বনজ ও ঔষধিসহ ১৩ জাতের ৫০০ বৃক্ষর চারা বিতরণ করা হয়।
শনিবার ( ২ আগস্ট) বেলা ১১ টায় পাবনা আব্দুল হামিদ রোডের আলকসা মার্কেট প্রেসক্লাব পাবনার সামনে বৃক্ষের চারা বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রেসক্লাব পাবনার সিনিয়র সহ-সভাপতি খন্দকার শফিউল আলম দুলাল, সাধারণ সম্পাদক রফিকুল আলম রঞ্জু, সাংগঠনিক সম্পাদক শফিক আল কামাল, তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক নুরুন্নবী, কল্যাণ সম্পাদক আবদুল্লাহ আল মোমিন ও প্রভাতী বাংলাদেশের জেলা প্রতিনিধি আসির ফয়সাল প্রমুখ।
জনসংখ্যা বৃদ্ধির কারণে ঘরবাড়ি নির্মাণ ও নতুন কলকারখান স্থাপনের ফলে নির্বিচারে বৃক্ষ নিধন করা হচ্ছে। বৃক্ষ নিধনের ফলে আবহাওয়া ও জলবায়ুর ব্যাপক পরিবর্তন হচ্ছে। যা পরিবেশের জন্য খুবই হুমকিস্বরুপ। দেশের আবহাওয়া নিয়ন্ত্রণ এবং ভবিষ্যত প্রজন্মের বসবাস উপযোগী পরিবেশ রক্ষায় বৃক্ষ রোপনের বিকল্প নেই বলে জানান প্রেসক্লাব পাবনার সাংবাদিক নেতৃবৃন্দ।