সাভারের আশুলিয়ায় লরির নিচে অটোরিকশা চাপা পড়ে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি অটোরিকশা উল্টো পথে ইপিজেডের দিকে যাচ্ছিল। এসময় সড়কের পাশে পানি জমে থাকায় রিকশাটি রাস্তার মাঝ দিয়ে অতিক্রমের চেষ্টা করে। হঠাৎ গর্তে পড়ে রিকশাটি উল্টে যায় এবং বিপরীত দিক থেকে আসা একটি লরির পিছনের চাকার নিচে চাপা পড়ে। ঘটনাস্থলেই একজন নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নারী ও শিশুকে মৃত ঘোষণা করেন। আহত আরও একজন বর্তমানে চিকিৎসাধীন।
ঘটনাস্থলের পাশের দোকানদার মাইনুল ইসলাম বলেন, “চিৎকার শুনে দেখি রিকশাটি উল্টে গেছে। একজন ঘটনাস্থলেই মারা যান, বাকিদের হাসপাতালে নেওয়া হলে আরও দুইজন মারা যান।”
প্রত্যক্ষদর্শী লিটন আহমেদ জানান, “আমার সামনেই রিকশাটি গর্তে পড়ে লরির নিচে যায়। ঘটনাস্থলে একজন মারা যায়, বাকিদের হাসপাতালে পাঠানো হয়।”
সাভার হাইওয়ে থানার ওসি সালেহ আহমেদ বলেন, “উল্টো পথে চলা অটোরিকশাটি সড়কের গর্তে পড়ে লরির নিচে চাপা পড়ে। তিনজন নিহত হয়েছেন, আহত একজন চিকিৎসাধীন। দুর্ঘটনার পর স্থানীয়রা সড়ক অবরোধের চেষ্টা করলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।”