ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

খুদে জাদুকর সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

  • মোঃ মাহফুজ আলম
  • আপডেট সময় ০২:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫
  • ২৮ বার পড়া হয়েছে

খেলায় নৈপুণ্য, জাদুকরী ড্রিবলিং, বল সুইপ করে পেছন থেকে মাথার উপর দিয়ে সামনে আনা, হাঁটুতে বল নৈপুণ্যে ভরা শিল্পে ১০-১৫ মিনিট রাখা আরও অজস্র ঐশ্বরিক গুণে গুণান্বিত এ খুদে জাদুকরের কাব্য আজ কোটি বাঙালীর হৃদয় জুড়ালো।আজ থেকে ১০ দিন আগেও কে বলতে পারতো এক খুদে জাদুকর, যার বয়স ৫ বছর সে কিনা! লন্ডণে বাস করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনে ধরবে, খুদে জাদুকর কে সামনে আনার।

হ্যা সেই জুদকর আর কেউ নয়, খুূদে জাদুকর সোহান। যে কিনা মেসি হতে চায়! যে বড় হয়ে মেসির মতো গৌরব অর্জন করে বাঙালীকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড় করাতে চায়।

সোহানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচানী গ্রামের সোহেলের ছোট ছেলে খুঁদে জাদুকর সোহান।সোহানের বয়স ৫ বছর ৮ মাস।সে কেজি ওয়ানে পড়ে।

সোহানের বাবা একজন সাইকেল মেকানিক। পরিবারে ৬ জন সদস্য। তার প্রতিদিনের আয় ৫০০ টাকা।সোহেলের একার পক্ষে সংসার চালানো কঠিন। তারপর ও তিনি হাল ছাড়েননি।

সন্তানকে তিনি প্রতিদিন ফজরের পর এক ঘন্টা কোচিং করান নিজে কোচ হয়ে।জানা যায় তিনি ইউটিউব দেখে সন্তানকে ফুটবলের বিভিন্ন কসরদ দেখান এবং সোহান খুব সহজেই তা আয়ত্ত করে।

মাঠ না থাকায় রাস্তায়ই চলে প্রতিদিনের প্রাকটিস সেশন।সোহান খুবই চঞ্চল শ্রেণির ছেলে।সোহানের এক বোন আছে বড়।মা গৃহিণী, দাদীও আছে।তার দাদা মারা যাওয়ার পূর্বে নাতিকে একটি ফুটবল কিনে দেন,সে থেকেই সে শুরু করে ফুটবল।

আর তার সেই নানা কসরদে ভরা গ্রামের এক ছেলে ধারণ৷ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়।সে থেকেই সোহান হিট।

আজ দুপুর ১ ঘটিকায় সোহান কে দেখতে আসেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা কুলসুম মনি, সোহানের বাবার সাথে কথা বলে,সোহান ও তার পরিবারকে সহায়তার করার আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার ২০২৫সন্ধ্যা ছটার সময় বাংলাদেশ ফুটবলের সাবেক গোল কিপার ও অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জনাব আমিনুল হক তারেক রহমানের নির্দেশে সোহান ও তার পরিবারকে দেখতে পাঠান।
এবং পরিবারকে অর্থিক সহায়তা করবে।তার দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিবে।
মাননীয় ক্রিড়াবিদ জনাব আমিনুল ইসলাম সোহান কে ক্রিয়া সামগ্রী গিফট করেন।

জনাব আমিনুল হক বলেন,বিএনপি খেলাধুলাকে আধুনিক পর্যায়ের নিয়ে আসবে।এরকম অনেক সোহানকেই জাতির সামবেই দায়িত্ব নেন।
তারেক রহমানের নির্দেশে সোহানে পরিবারে ভরণপোসনের টাকা প্রতি মাসের ৫ তারিখের মধ্যেই দেয়া হবে।সোহানের যখন ৭ বছর হবে তখন সোহান কে বিকেএসপি বা ভালো কোনো ক্লাবে নিয়ে নিবে।

সোহানের বাবা বলেন, আমার সন্তান দেশের গর্ব, আপনাদের সন্তান। সবাই দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা তেজগাঁও থানা বিএনপির ১নং সদস্য ও তেজগাঁও ৪৮ ওয়ার্ড এর সাবেক তিনবারের সফল কমিশনার এবং ঢাকা -১২ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আনোয়ারুজ্জাম আনোয়ার, চাঁদপুর -২ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাহাবুব সরকার শামীম,ঢাকা মহানগর উত্তর শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

খুদে জাদুকর সোহানের দায়িত্ব নিলেন তারেক রহমান

আপডেট সময় ০২:৩৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ৮ অগাস্ট ২০২৫

খেলায় নৈপুণ্য, জাদুকরী ড্রিবলিং, বল সুইপ করে পেছন থেকে মাথার উপর দিয়ে সামনে আনা, হাঁটুতে বল নৈপুণ্যে ভরা শিল্পে ১০-১৫ মিনিট রাখা আরও অজস্র ঐশ্বরিক গুণে গুণান্বিত এ খুদে জাদুকরের কাব্য আজ কোটি বাঙালীর হৃদয় জুড়ালো।আজ থেকে ১০ দিন আগেও কে বলতে পারতো এক খুদে জাদুকর, যার বয়স ৫ বছর সে কিনা! লন্ডণে বাস করা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের মনে ধরবে, খুদে জাদুকর কে সামনে আনার।

হ্যা সেই জুদকর আর কেউ নয়, খুূদে জাদুকর সোহান। যে কিনা মেসি হতে চায়! যে বড় হয়ে মেসির মতো গৌরব অর্জন করে বাঙালীকে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড় করাতে চায়।

সোহানের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার জহিরাবাদ ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাঁচানী গ্রামের সোহেলের ছোট ছেলে খুঁদে জাদুকর সোহান।সোহানের বয়স ৫ বছর ৮ মাস।সে কেজি ওয়ানে পড়ে।

সোহানের বাবা একজন সাইকেল মেকানিক। পরিবারে ৬ জন সদস্য। তার প্রতিদিনের আয় ৫০০ টাকা।সোহেলের একার পক্ষে সংসার চালানো কঠিন। তারপর ও তিনি হাল ছাড়েননি।

সন্তানকে তিনি প্রতিদিন ফজরের পর এক ঘন্টা কোচিং করান নিজে কোচ হয়ে।জানা যায় তিনি ইউটিউব দেখে সন্তানকে ফুটবলের বিভিন্ন কসরদ দেখান এবং সোহান খুব সহজেই তা আয়ত্ত করে।

মাঠ না থাকায় রাস্তায়ই চলে প্রতিদিনের প্রাকটিস সেশন।সোহান খুবই চঞ্চল শ্রেণির ছেলে।সোহানের এক বোন আছে বড়।মা গৃহিণী, দাদীও আছে।তার দাদা মারা যাওয়ার পূর্বে নাতিকে একটি ফুটবল কিনে দেন,সে থেকেই সে শুরু করে ফুটবল।

আর তার সেই নানা কসরদে ভরা গ্রামের এক ছেলে ধারণ৷ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়।সে থেকেই সোহান হিট।

আজ দুপুর ১ ঘটিকায় সোহান কে দেখতে আসেন মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহমুদা কুলসুম মনি, সোহানের বাবার সাথে কথা বলে,সোহান ও তার পরিবারকে সহায়তার করার আশ্বাস দেন।

আজ বৃহস্পতিবার ২০২৫সন্ধ্যা ছটার সময় বাংলাদেশ ফুটবলের সাবেক গোল কিপার ও অধিনায়ক, ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক জনাব আমিনুল হক তারেক রহমানের নির্দেশে সোহান ও তার পরিবারকে দেখতে পাঠান।
এবং পরিবারকে অর্থিক সহায়তা করবে।তার দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিবে।
মাননীয় ক্রিড়াবিদ জনাব আমিনুল ইসলাম সোহান কে ক্রিয়া সামগ্রী গিফট করেন।

জনাব আমিনুল হক বলেন,বিএনপি খেলাধুলাকে আধুনিক পর্যায়ের নিয়ে আসবে।এরকম অনেক সোহানকেই জাতির সামবেই দায়িত্ব নেন।
তারেক রহমানের নির্দেশে সোহানে পরিবারে ভরণপোসনের টাকা প্রতি মাসের ৫ তারিখের মধ্যেই দেয়া হবে।সোহানের যখন ৭ বছর হবে তখন সোহান কে বিকেএসপি বা ভালো কোনো ক্লাবে নিয়ে নিবে।

সোহানের বাবা বলেন, আমার সন্তান দেশের গর্ব, আপনাদের সন্তান। সবাই দোয়া করবেন।

এসময় উপস্থিত ছিলেন ঢাকা তেজগাঁও থানা বিএনপির ১নং সদস্য ও তেজগাঁও ৪৮ ওয়ার্ড এর সাবেক তিনবারের সফল কমিশনার এবং ঢাকা -১২ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব আনোয়ারুজ্জাম আনোয়ার, চাঁদপুর -২ বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মাহাবুব সরকার শামীম,ঢাকা মহানগর উত্তর শেরে বাংলা নগর থানা বিএনপির যুগ্ম আহবায়ক তোফায়েল আহমেদ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471