হরিপুর প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল প্রেসক্লাব উড়িয়ে দেওয়ার হুমকিদাতা সেই সাংবাদিক ও কৃষকদল নেতা মাসুদ রানাকে বহিষ্কার করেছে জেলা জাতীয়তাবাদী কৃষক দল।
গত ৪ আগস্ট তিনি এ ধরনের হুমকি-ধামকি দেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকসহ স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ করেন। ঘটনাটি নিয়ে উপজেলার সাংবাদিকদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করে।
অবশেষে শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান উজ্জ্বলের সই করা এক দলীয় প্যাডে মাসুদ রানাকে রাণীশংকৈল উপজেলা কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি পদ থেকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।
বহিষ্কার পত্রে বলা হয়, অনৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগে রাণীশংকৈল উপজেলা কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি মাসুদ রানাকে সব পদ থেকে বহিস্কার করা হয়েছে। ঠকুরগাঁও জেলা কৃষকদল ইতোমধ্যে এ সিদ্বান্ত গ্রহণ করেছে। বহিস্কৃত নেতার অপকর্মের কোনো দায়-দায়িত্ব দল নেবে না। কৃষকদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।
কৃষকদলের নেতা মাসুদ রানাকে বহিষ্কার করায় জেলা কৃষক দলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক-প্রেসক্লাব পুরাতনের সভাপতি-সম্পাদক, সিনিয়র সাংবাদিকসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মীরা।
এ নিয়ে রাণীশংকৈল প্রেসক্লাব সাধারণ সম্পাদক খুরশিদ আলম শাওন বলেন, কৃষক দলের ব্যানারে অবৈধ কর্মকাণ্ডে করতেন মাসুদ রানা। তাকে বহিষ্কার করে কৃষক দল কলঙ্কমুক্ত হলো। এ ধরনের ব্যক্তি যাতে বিএনপিতে জায়গায় না পায় সেজন্য বিএনপির দায়িত্বশীল নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।