দিঘলিয়া উপজেলা প্রতিনিধি :
বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নোয়া চাচা, খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন (৬২২) বাদামতলা শাখার কোষাধ্যক্ষ মিয়া আব্দুল ওদুদ (৫৫) ইন্তিকাল করেছেন।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১১ আগস্ট) রাত ৩টার দিকে স্ট্রোকে আক্রান্ত হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আছর শিরোমনি ইমামবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় ইমামতি করেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বক্তব্যে তিনি বলেন, “মৃত্যুর কথা স্মরণে থাকলে মানুষ অন্যায়-অত্যাচার থেকে দূরে থাকে। ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য যেমন চেষ্টা করি, তেমনি চিরস্থায়ী পরকালের প্রস্তুতিও জরুরি।”
জানাজায় জামায়াত, বিএনপি, শ্রমিক ইউনিয়ন, ছাত্রশিবির ও স্থানীয় রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মরহুমের ইন্তিকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খুলনা অঞ্চলের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতারা। শোকবার্তায় তারা মহান আল্লাহর কাছে মরহুমের গুনাহ ক্ষমা, নেক আমল কবুল এবং জান্নাতের উচ্চ মাকামের দোয়া করেন।