রাজবাড়ী জেলা প্রতিনিধি :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে নিজের বানানো প্লেন তৈরি করে আকাশে উড়াল নবম শ্রেণির শিক্ষার্থী রাহুল শেখ। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় স্থানীয় বহরপুর রেলওয়ে মাঠে বহু মানুষের সামনে প্লেনটি আকাশে উড়ায়। সে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের শামসু শেখের ছেলে ও রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র।
রাহুলের বাবা শামসু শেখ জানান, রাহুল ছোটবেলা থেকেই নানা ধরনের জিনিস আবিষ্কারের প্রতি ঝোঁক। অনেক বাধা সত্ত্বেও মাত্র ৪ দিনেই একটি প্লেন তৈরি করে আকাশে উড়িয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। রাহুলের মা বলেন, দরিদ্র পরিবারের সন্তান হয়েও রাহুলের চোখে ছোটবেলা থেকেই বিজ্ঞানী হওয়ার স্বপ্ন। প্লেন কেমন করে আকাশে ওড়ে, এই ভাবনা থেকেই তার মনে জন্ম নেয় নিজের হাতে প্লেন বানানোর। সেই ইচ্ছাকেই বাস্তবে রূপ দিতে সে তার স্কুলের মাঠে শিক্ষক ও সহপাঠীদের উপস্থিতিতে নিজের তৈরি প্লেনটি সফলভাবে উড়িয়ে দেখায়।
রাহুল শেখ জানান, চার দিনের কষ্টে ১৫ হাজার টাকা খরচ করে এ প্লেন তৈরি করেছে। বাংলাদেশ বিমান ৭৮৭ অচিন পাখি মডেলের একটি উড়োজাহাজ সেটি আমি সফলভাবে আকাশে উড়িয়েছি। ইউটিউব দেখে ও নিজের বুদ্ধি কাজে লাগিয়ে এ প্লেন তৈরি করেছে। এর আগে স্পিডবোটসহ অনেক কিছুই তৈরি করেছি। আগামীতে কৃষকের ক্ষেতে স্প্রে দেওয়ার ড্রোন তৈরি করার ইচ্ছা রয়েছে তার।