ঢাকা ০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

রামগঞ্জে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা সবজির দাম চড়া

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ও সবজির বাজারে সব ধরনের সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। মাছের দাম বেড়েছে গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে ২০/৩০টাকা বেশি। ৮০টাকার নিচের মিলছে না কোন সবজি।
আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার ,সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এছাড়া বাজারে প্রচুর পরিমান ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০টাকা।
বাজার ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোল্লা ১২০টাকা, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর চড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০ চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর চড়া ১০০, শশা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/২৯০ টাকা, রুই মাছ ৩৫০/৪৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ইকবাল হোসেন জানান গত ১৫ দিন আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি পার্থক্য । এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।
ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারনে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।
মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারী আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তিনি জানান, কিছুদিন পর হয়ত দাম কিছুটা কমতে পারে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

রামগঞ্জে কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা সবজির দাম চড়া

আপডেট সময় ০১:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ
লক্ষ্মীপুরের রামগঞ্জে কাঁচা মরিচ ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। মাছ ও সবজির বাজারে সব ধরনের সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। মাছের দাম বেড়েছে গত কয়েকদিনের বাজার থেকে প্রতি কেজিতে ২০/৩০টাকা বেশি। ৮০টাকার নিচের মিলছে না কোন সবজি।
আজ বৃহস্পতিবার (১৪ আগষ্ট) দুপুরে রামগঞ্জ বাইপাস সড়কের পৌর সবজিবাজার ,সোনাপুর বাজার ও মাছ বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র। এছাড়া বাজারে প্রচুর পরিমান ইলিশের দেখা মিললেও তা ক্রেতাদের নাগালের বাহিরে। ২শ গ্রাম আকৃতির প্রতি কেজি ইলিশের দাম ৬৫০টাকা।
বাজার ঘুরে কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলে জানা যায়, করোল্লা ১২০টাকা, টমেটো ১৮০, কাঁচা মরিচ ৩০০, কচুর লতি ১০০, কচুর চড়া ৮০, দেশী সীম ২৮০, মুলা ৮০, বেগুন ১২০ চিচিঙ্গা ৮০, পটল ৮০, ছোট কাকরোল ৮০, বরবটি ১২০, মুখিকচু ৮০, কচুর চড়া ১০০, শশা ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া মাঝারি আকৃতির কাতল মাছ কেজি ৩৫০টাকা, বড় কাতল ৪৫০, বড় আকৃতির তেলাপিয়া ২৮০/২৯০ টাকা, রুই মাছ ৩৫০/৪৫০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ক্রেতা ইকবাল হোসেন জানান গত ১৫ দিন আগেও ৫০টাকার উপর কোন সবজির দাম ছিলোনা। আজকে আধাকেজি করে কয়েক প্রকার সবজি কিনেছি ৫২০টাকা দিয়ে। যা গত কয়েকদিনের তুলনায় অর্ধেকের বেশি পার্থক্য । এভাবে আমি কিনতে পারলেও খেটে খাওয়া মানুষের জন্য চরম কষ্টকর।
ব্যবসায়ী আরিফ হোসেন বলেন, গত কয়েকদিন থেকে দাম তুলনামূলক বেশি। টানা বৃষ্টির কারনে সব ধরনের সবজির দাম প্রতি কেজিতে বেড়েছে ২০/৩০ টাকা।
মাছ ব্যবসায়ী ঈমান হোসেন জানান, বর্ষাকাল হওয়ার পরও মাছের দাম কমেনি। পাইকারী আড়ত এবং খুচরা দোকানে বিক্রির হেরফের ১৫ থেকে ২০ টাকা। তিনি জানান, কিছুদিন পর হয়ত দাম কিছুটা কমতে পারে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471