আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ মঙ্গলবার বিকেল ৫টা ১৫ মিনিটে রাজশাহীর দুর্গাপুর উপজেলার পলাশবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক যুব ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৫নং ঝালুকা ইউনিয়নের আমীর মো. আলীউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার মো. শামীম উদ্দিন, এছাড়াও উপস্থিত ছিলেন ঝালুকা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি, প্রভাষক মো. রফিকুল ইসলাম,ও আদর্শ শিক্ষক ফেডারেশন ঝালুকা ইউনিয়ন শাখার সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মো. মুক্তার আলী।
সমাবেশটি পরিচালনা করেন মাওলানা জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেন, “যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে থাকতে হবে। নিজেদের দক্ষ ও যোগ্য করে গড়ে তুলে দারিদ্র্য বিমোচনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।”
তিনি আরও বলেন, “অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে এবং একটি অশ্লীলতা মুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।”
সমাবেশে স্থানীয় যুবসমাজ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।