সদর উপজেলা প্রতিনিধি:
১৮/০৮/২০২৫ খ্রিঃ মধ্যরাতে এসআই (নিঃ) জুয়েল চৌধুরী তথ্যপ্রযুক্তির সহায়তায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ কানাইঘাট থানাধীন পর্বতপুর গ্রামের হুরুফৌদ পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আজাদ হত্যা মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেন (২২), পিতা-মৃত নিজাম উদ্দিন, মাতা-রাবেয়া বেগম, সাং-বিন্না কান্দি, পোঃ বননগর, থানা-গোয়াইনঘাট, জেলা-সিলেটকে গ্রেফতার করেন।
উল্লেখ্য যে, গত ১২/০৮/২০২৫ খ্রিঃ এয়ারপোর্ট থানাধীন খাদিম জাতীয় উদ্যানের প্রবেশ গেইটের পাশে পূর্ব বিরোধের জের ধরে গোয়াইনঘাট থানাধীন বিন্নাকান্দি গ্রামের আব্দুল জলিলের ছেলে আব্দুল কাদের আজাদ (২৮)‘কে গ্রেফতারকৃত আসামী দেলোয়ার (২৪) চুরিকাঘাতে হত্যা করে। ঘটনার পরপরই দেলোয়ার পালিয়ে যায়। ঘটনার দিন এয়ারপোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সময় দেলোয়ারের ব্যবহৃত মোটর সাইকেল সহ দুইটি মোটরসাইকেল উদ্ধার করে।
উক্ত ঘটনার বিষয়ে আব্দুল কাদির আজাদের মা গত ১৪/০৮/২০২৫ খিঃ দেলোয়ারকে প্রধান আসামি করে এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করলে এয়ারপোর্ট থানার মামলা নং-১২ তারিখ- ১৪/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩২৩/৩২৪/৩০৭/৩০২/৫০৬/৩৪ রুজু করা হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।