ঢাকা ১২:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্য যোগীয় কায়দায় হীন কেটে চুরি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • ০ বার পড়া হয়েছে

মোঃ মাহফুজ আলম :
ছেংগারচর পৌর সভার ৫ নং ওয়ার্ডের দুলালকান্দি গ্রামের প্রবাসী রুকন প্রামানিকের কাচা মাটির ভিটা হীন কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার সহ নগদ অর্থ, মোবাইল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
১৯ আগষ্ট ২০২৫ রাত একটার দিকে এই ঘটনা ঘটে।
প্রবাসী রুকন প্রামানিকের স্ত্রী রেশমা বেগম বলেন,রাত একটার দিকে চোরের দেশীয় অস্ত্র সহকারে আমার ঘরে ঢুকে।আমার চোখে ডিম লাইট ধরে ও গলায় ছুড়ি ঠেকিয়ে আমার দুই ভাগে রাখা ৩০,০০০৳ টাকা, আমার গলার সোনার চেইন, কানের দুল ও দুটি ফোন নিয়ে যায় নিয়ে যায়।
এ ঘটনায় সকালে পুলিশ থেকে তদন্ত হয়, তদন্ত শেষে পুলিশ মারফত জানা যায়, চোরেরা প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল ও অর্থ নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী থানায় মামলা করবেন বলে জানান
মধ্যযোগীয় কায়দায় এভাবে হীন কেটে চোর, ডাকাতদল মাটির ভিটে ফুটো করে ঘরের ভিতরে ঢুকে মানুষের মালমাল চুরি করে নিয়ে যায়।
প্রবাসে যারা থাকেন তারা অনেক কষ্টে টাকা আয় করেন।আর চোর চক্র এভাবেই রাতের আঁধারে সব লুটে নিয়ে যায়।
আইন প্রশাসনের সজাগ দৃষ্টি থাকলে এ রকম ঘটনা কম ঘটবে বলে মনে করেন এদেশের সচেনতন নাগরিক।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মধ্য যোগীয় কায়দায় হীন কেটে চুরি

মধ্য যোগীয় কায়দায় হীন কেটে চুরি

আপডেট সময় ১২:২৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫

মোঃ মাহফুজ আলম :
ছেংগারচর পৌর সভার ৫ নং ওয়ার্ডের দুলালকান্দি গ্রামের প্রবাসী রুকন প্রামানিকের কাচা মাটির ভিটা হীন কেটে ভেতরে ঢুকে স্বর্ণালংকার সহ নগদ অর্থ, মোবাইল চুরি করে নিয়ে যায় চোর চক্র।
১৯ আগষ্ট ২০২৫ রাত একটার দিকে এই ঘটনা ঘটে।
প্রবাসী রুকন প্রামানিকের স্ত্রী রেশমা বেগম বলেন,রাত একটার দিকে চোরের দেশীয় অস্ত্র সহকারে আমার ঘরে ঢুকে।আমার চোখে ডিম লাইট ধরে ও গলায় ছুড়ি ঠেকিয়ে আমার দুই ভাগে রাখা ৩০,০০০৳ টাকা, আমার গলার সোনার চেইন, কানের দুল ও দুটি ফোন নিয়ে যায় নিয়ে যায়।
এ ঘটনায় সকালে পুলিশ থেকে তদন্ত হয়, তদন্ত শেষে পুলিশ মারফত জানা যায়, চোরেরা প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল ও অর্থ নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী থানায় মামলা করবেন বলে জানান
মধ্যযোগীয় কায়দায় এভাবে হীন কেটে চোর, ডাকাতদল মাটির ভিটে ফুটো করে ঘরের ভিতরে ঢুকে মানুষের মালমাল চুরি করে নিয়ে যায়।
প্রবাসে যারা থাকেন তারা অনেক কষ্টে টাকা আয় করেন।আর চোর চক্র এভাবেই রাতের আঁধারে সব লুটে নিয়ে যায়।
আইন প্রশাসনের সজাগ দৃষ্টি থাকলে এ রকম ঘটনা কম ঘটবে বলে মনে করেন এদেশের সচেনতন নাগরিক।