✍️ ইকবাল মোল্লা
দিঘলিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার লাখোহাটি আজিজুল উলুম কওমি মাদ্রাসায় মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মোহতামিম মাওলানা ইমতিয়াজ সাহেব, নায়েবে মোহতামিম মাওলানা আউরিয়া সাহেব, শিক্ষা সচিব মুফতি কামরুল ইসলাম, মাওলানা মুফতী আঃ রহমান, মাওলানা জুয়েল সাহেব, মাওলানা ইকবাল সাহেবসহ অন্যান্য উস্তাদবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার সেক্রেটারি তরিকুল শরীফসহ আরও অনেকে, স্থানীয় ওলামায়ে কেরাম এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ।
পুরস্কার বিতরণ শেষে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয় এবং ছাত্র-অভিভাবক ও অতিথিদের মাঝে তাবারকের ব্যবস্থা করা হয়। এ আয়োজনকে কেন্দ্র করে ছাত্র, অভিভাবক ও এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেন।