নয়ন হুসেন
হরিপুর প্রতিনিধি
ঠাকুরগাঁও হরিপুর উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে চারটায় উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক এর সভাপতিত্বে উপজেলা বিএনপির কার্যালয় থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি হরিপুর নিজ কার্যালয় থেকে কালিগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। এরপর সেখানে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে সেচ্ছাসেবক দল সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে। পাশাপাশি জনকল্যাণমূলক কাজে সেচ্ছাসেবক দলকে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তারা।
আনন্দ মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে শতাধিক নেতাকর্মী যোগ দেন। এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান দিতে দিতে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আমরা গণতন্ত্র রক্ষার আন্দোলনে রাজপথে আছি। সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে আন্দোলনকে শক্তিশালী করতে হবে।”
সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দও সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে শহীদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং দলীয় কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বক্তারা জানান, বৃক্ষরোপণ কার্যক্রম পরিবেশ রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে এবং আগামী প্রজন্মকে একটি সবুজ পৃথিবী উপহার দিতে সাহায্য করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে ঠাকুরগাঁও ২ আসনের সাবেক এমপি জেড মর্তুজা তুলা,বিএনপির সাধারণ সম্পাদক মো. আবু তাহের ,ও চেয়ারম্যান মহোদয় ইসমাইল হোসেন, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল আলম, যুগ্ম সম্পাদক মো. আমান উল্লাহ, সদর ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম, সহ-সভাপতি ও সাবেক সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি মো. জাহাঙ্গীর আলম সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।