মঙ্গলবার (১৯ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নয়নিবুরুজ রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধের নাম কসিমউদ্দীন, বয়স পঁচাত্তর বছর। তিনি সদর উপজেলার পাছমাহিনা গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানায়, কসিমউদ্দীন রাতে বোদা উপজেলার ঝলইশাল শিরি বাজার থেকে মোটরসাইকেল মেরামত করে বাড়ি ফিরছিলেন। পথে নয়নিবুরুজ রেল ক্রসিং এলাকায় রেললাইন পার হওয়ার সময় পঞ্চগড়গামী দৌলনচাঁপা এক্সপ্রেস ট্রেনটি তার মোটরসাইকেলের পেছনে ধাক্কা দেয়।
এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।