মোঃ মিলন হক
তুমি ছিলে ফুলের রাণী,
গোলাপ চেয়ে বলতে—”আজ আনো তো জানি।”
কখনো চাইতে গন্ধরাজ হাসি মুখ ভরে,
চামেলি, হাসনাহেনা—রজনীগন্ধা ঘরে।
এখন তুমি ঘুমাও মাটির তলায়,
ফুলেরা কাঁদে রঙে, সুবাসের মেলায়।
শূন্য বুকে বাজে তোমারই গান,
স্মৃতিরা জাগে নিশীথের টান।
তোমার কবরের মাথায় জবা ফুল লাল,
মনে হয় তুমি ডাকছো—”আবার দাও কাল।”
যেনো প্রাণে ভাসে রক্তিম ব্যথা,
তুমি নেই, তবু আছো আমার সাথে।
আজো আমি রাখি কবরের ধারে,
তোমার পছন্দের ফুল—রঙে রঙে ভরে।
চিরদিন সুবাস ছড়াক এ প্রাণে,
ভালোবাসা রবে কবরেরও গানে।
জবা ফুলের লাল রঙে ভাসে তোমার স্মৃতি,
প্রতিটি পাপড়িতে লেগে আছে তোমার গীতি।
রক্তিম আভায় জ্বলে ওঠে কবরের পাথর,
যেন তোমার হাসি ফুটে আছে অন্ধকারেও পর।
মাটির নীচে তোমার শয্যা, মাটির উপরে আমার প্রাণ,
জবা ফুলের সুবাসে মিশে আছে আমাদের গান।
প্রতিটি সন্ধ্যায় আমি আসি তোমার কবরে,
ফুল দিয়ে সাজাই তোমার এই শান্ত নীড়ে।
তুমি চলে গেছো, কিন্তু রয়ে গেছো মনে,
জবা ফুলের মতো লাল হয়ে জ্বলে প্রাণে।
কবরের ধুলোয় মিশে আছে তোমার স্পর্শ,
জীবনের প্রতিটি মুহূর্তে তোমারই পরশ।
ফুলের রাজ্যে তুমি ছিলে রাণী,
আজো সেই স্মৃতি জাগে আমার বাণী।
জবা ফুলের লালিমায় ভেসে যায় সব ব্যথা,
তোমার সাথে আমার এই অমর কথা।
চিরদিন রবে এই ভালোবাসার গাথা,
জবা ফুল আর কবরের এই মহান কথা।
তুমি আছো মাটির নীচে, আমি আছো উপরে,
তবুও আমাদের মিলন হয় এই ফুলের ভরে।
প্রেমিকার কবর, জবা ফুলের মালা,
এই প্রেমের গল্প হবে চিরকালের বালা।
মৃত্যুও যেন পারে না আমাদের বিচ্ছেদ করতে,
জবা ফুলের রঙে মিশে আছে আমাদের মিলন রাতে।