ঢাকা ১১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

আগলাবো তোমায় মোঃ মিলন হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আমার হয়তো নেই পাখির মতো ডানা,
ঝড় এলে মেলে ধরা যায় না আকাশ ভরা।
তবুও প্রতিশ্রুতি দিই, হারিয়ে গেলে হাত বাড়িয়ে রাখবো আমি,
পাখি যেমন ডানায় আগলে রাখে সাথীকে, আমি রাখবো তোমায় হৃদয় গভীরে।

নেই যদিও উড়ার ক্ষমতা, তবু আছে স্পর্শের উষ্ণতা,
দুই হাতে তোমায় রাখবো যত্নের বন্ধনে নির্ভরতা।
আকাশ হয়তো দূরে, তবুও পৃথিবীজুড়ে আমার ভালোবাসা,
তোমার জন্য ভরে, পাখির মতো ডানা নেই তাতে কি এসে যায়?

আমার হৃদয়ের আশ্রয়ে তোমার আকাশটাই গড়ে যায়,
তুমি ক্লান্ত হলে আমি হবো বিশ্রামের ঘর।
অন্ধকার নামলে আমি হবো প্রদীপের আলো,
বৃষ্টি নামলে ছাতার মতো পাশে থাকবো।
তুমি হাসলে আকাশে তারার জ্যোৎস্না হবে।
অভিমান করলে আকাশে আঁধার নেমে আসবে।

রোদে পুড়লে শীতল ছায়ার মতো আগলাবো,
ভালোবাসা মানে শুধু উড়ে যাওয়া নয়।
বরং মাটির শিকড় আঁকড়ে দাঁড়িয়ে থাকা,
তুমি যতবার নিজে থেকে ভেঙে পড়বে,
আমি ততবার জোড়া লাগাবো।

তোমার স্বপ্নগুলো, প্রতিটি মুহূর্তে আমি থাকবো,
হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো তোমার হাসি।
ঝড়ের মধ্যেও আমি হবো তোমার আশ্রয়,
জীবনের প্রতিটি পথে আমি হবো তোমার সঙ্গী।

চিরদিন তোমার সাথে
ঝড় যতই আসুক, থাকবো নিরন্তর,
আমার ভালোবাসা হবে তোমার আশ্রয়, দেবে উষ্ণতার ঘর।
হৃদয়ের গভীরতম কোণে তুমি থাকবে সদা,
এ প্রতিশ্রুতি আমার— আগলাবো তোমায় চিরকাল ধরে।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

রাজশাহীতে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। “সাংবাদিক সমাজ ঐক্যবদ্ধ — ওসি না সরালে দুর্বার আন্দোলন”

আগলাবো তোমায় মোঃ মিলন হক

আপডেট সময় ০৯:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫

আমার হয়তো নেই পাখির মতো ডানা,
ঝড় এলে মেলে ধরা যায় না আকাশ ভরা।
তবুও প্রতিশ্রুতি দিই, হারিয়ে গেলে হাত বাড়িয়ে রাখবো আমি,
পাখি যেমন ডানায় আগলে রাখে সাথীকে, আমি রাখবো তোমায় হৃদয় গভীরে।

নেই যদিও উড়ার ক্ষমতা, তবু আছে স্পর্শের উষ্ণতা,
দুই হাতে তোমায় রাখবো যত্নের বন্ধনে নির্ভরতা।
আকাশ হয়তো দূরে, তবুও পৃথিবীজুড়ে আমার ভালোবাসা,
তোমার জন্য ভরে, পাখির মতো ডানা নেই তাতে কি এসে যায়?

আমার হৃদয়ের আশ্রয়ে তোমার আকাশটাই গড়ে যায়,
তুমি ক্লান্ত হলে আমি হবো বিশ্রামের ঘর।
অন্ধকার নামলে আমি হবো প্রদীপের আলো,
বৃষ্টি নামলে ছাতার মতো পাশে থাকবো।
তুমি হাসলে আকাশে তারার জ্যোৎস্না হবে।
অভিমান করলে আকাশে আঁধার নেমে আসবে।

রোদে পুড়লে শীতল ছায়ার মতো আগলাবো,
ভালোবাসা মানে শুধু উড়ে যাওয়া নয়।
বরং মাটির শিকড় আঁকড়ে দাঁড়িয়ে থাকা,
তুমি যতবার নিজে থেকে ভেঙে পড়বে,
আমি ততবার জোড়া লাগাবো।

তোমার স্বপ্নগুলো, প্রতিটি মুহূর্তে আমি থাকবো,
হৃদয়ের গভীরে লুকিয়ে রাখবো তোমার হাসি।
ঝড়ের মধ্যেও আমি হবো তোমার আশ্রয়,
জীবনের প্রতিটি পথে আমি হবো তোমার সঙ্গী।

চিরদিন তোমার সাথে
ঝড় যতই আসুক, থাকবো নিরন্তর,
আমার ভালোবাসা হবে তোমার আশ্রয়, দেবে উষ্ণতার ঘর।
হৃদয়ের গভীরতম কোণে তুমি থাকবে সদা,
এ প্রতিশ্রুতি আমার— আগলাবো তোমায় চিরকাল ধরে।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471