নুরুল ইসলাম, গাইবান্ধা প্রতিনিধি ঃ-গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের অন্তর্গত “দক্ষিন চন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবন নির্মানে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে।
সরেজমিনে গিয়ে দেখা যায়,বিদ্যালয়টির নির্মান কাজ চলছে। সম্প্রতি ১ম ও ২য় তলার ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন করা হয়েছে।
বিদ্যালয়ের ভবন নির্মাণে গ্রেড বীমসহ অন্যান্য কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। ছাদ ঢালাইয়ের সময় ভাইভেশন না করায় সমস্ত গ্রেডবীম গুলিতে অজস্র হানিকম্ব লক্ষ্য করা গেছে।এমন কি গ্রেডবীমের রড বের হয়ে আছে। এ ছাড়াও গোটা ছাদ উচু-নিচু ও ২/১ লিংটন আঁকা-বাঁকা বলে এলাকাবাসী জানিয়েছেন। কাজের নেই কোন প্রকল্প সাইন বোর্ড।
ভবন হস্তান্তরের অল্প দিনের মধ্যেই ছাদ দিয়ে পানি পড়া ও ফ্লোরের প্লাস্টার উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।নির্মাণকাজের এই ত্রুটিগুলোর কারণে বিদ্যালয় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।
উপজেলা প্রকৌশলীকে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলীর আইনী পদক্ষেপ নিবেন এটাই সচেতন মহলের প্রত্যাশা।