ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫, ৩০ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রাজবাড়ীতে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ৬ জেলেকে কারাদণ্ড ।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১০ বার পড়া হয়েছে

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময় জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট চাল ও ৪ কেজি মা ইলিশ।
আজ শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছে।’
তিনি বলেন, ‘ভোর থেকে সদর উপজেলার পদ্মা নদী অংশে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫০০০ মিটার জাল, ৪ কেজি ইলিশ জব্দ করা হয়। সেইসঙ্গে ৬ জন জেলেকেও আটক করা হয়। ৩ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুরিয়ে ফেলা হয়। আর ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।’

ট্যাগস :
সর্বাধিক পঠিত

হাটহাজারিতে ছুরির আঘাতে নিহিত ১, গ্রেফতার -১।

রাজবাড়ীতে পদ্মা নদীতে মোবাইল কোর্টের অভিযানে ৬ জেলেকে কারাদণ্ড ।

আপডেট সময় ০৪:৪৩:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি:
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীতে পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এসময় জব্দ করা হয়েছে ৫ হাজার মিটার কারেন্ট চাল ও ৪ কেজি মা ইলিশ।
আজ শুক্রবার ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়। রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, ‘৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এই সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালাচ্ছে।’
তিনি বলেন, ‘ভোর থেকে সদর উপজেলার পদ্মা নদী অংশে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৫০০০ মিটার জাল, ৪ কেজি ইলিশ জব্দ করা হয়। সেইসঙ্গে ৬ জন জেলেকেও আটক করা হয়। ৩ জনকে ২০ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়। এর পাশাপাশি কারেন্ট জালগুলো পুরিয়ে ফেলা হয়। আর ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।’


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471