ঢাকা ০৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শেরপুরে বন্যহাতির আক্রমণে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

মোঃ রমজান আলী, শেরপুর:
———————
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে এক বন্যহাতির দল।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেনে বের করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। নিহত বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখ এর স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতী উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

কোরআনের দেখানো পথ ধরেই বাংলাদেশে ইসলাম কায়েম হবে :- আমীরে জামায়াত ডাক্তার শফিকুর রহমান

শেরপুরে বন্যহাতির আক্রমণে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

আপডেট সময় ০৯:২২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫

মোঃ রমজান আলী, শেরপুর:
———————
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বাতকুচি নামাপাড়া পুরনো ফরেস্ট অফিস এলাকায় গভীর রাতে লোকালয়ে হানা দিয়ে ছুরতন নেছা (৬৫) নামে এক বিধবা বৃদ্ধাকে হত্যা করেছে এক বন্যহাতির দল।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘুমন্ত ওই বৃদ্ধার ঘরে হানা দিয়ে ঘর থেকে টেনে বের করে বাড়ির আঙিনায় ফেলে তাকে নির্মমভাবে হত্যা করে। নিহত বৃদ্ধা ছুরতন নেছা ওই গ্রামের মৃত রঙ্গু শেখ এর স্ত্রী। মধুটিলা রেঞ্জ কর্মকর্তা দেওয়ান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার গভীর রাতে নালিতাবাড়ীর বাতকুচি ও পলাশিকুড়া এলাকায় তান্ডব চালায় একদল বন্যহাতি। একপর্যায়ে বৃদ্ধ ছুরতন নেছার ঘরে হানা দিয়ে তাকে শুঁড়ে পেচিয়ে ও পায়ে পিষ্ট করে হত্যা করে।

বন বিভাগ জানায়, সম্প্রতি ওই বৃদ্ধার বসতবাড়ি হাতি দ্বারা বিধ্বস্ত হওয়ার ঘটনায় সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।

এর আগে বুধবার রাতে মধুটিলা ইকোপার্কের ক্যান্টিনে হানা দিয়ে ক্যান্টিন বিধ্বস্ত করে ও ভিতরে রাখা বিভিন্ন পণ্য খেয়ে ও পা দিয়ে পিষে নষ্ট করে। এমনকি বিভিন্ন ধরণের কোমল পানীয় পর্যন্ত খেয়ে ও নষ্ট করে ফেলে। গত ২০ মে রাতে ঝিনাইগাতী উপজেলার বড় গজনী সড়কের দরবেশ তলা ও গজনী-বাকাকুড়া সড়কে দু’জনকে নির্মমভাবে হত্যা করে বন্যহাতির দল।

মধুটিলা রেঞ্জের কর্মকর্তা দেওয়ান আলী জানান, রাতভর মুষলধারে বৃষ্টি হওয়ায় সবাই ঘুমিয়ে ছিলেন। এমনকি ইআরটি সদস্য ও বন বিভাগের লোকজনও ঘর থেকে বেরুতে পারেনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471