সম্পাদকীয়
বাবা—এই একটি শব্দেই লুকিয়ে আছে নিরব ভালোবাসা, অপরিসীম ত্যাগ ও দায়িত্ববোধের অদৃশ্য শক্তি। তিনি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছায়ার মতো পাশে থাকেন—হয়তো দৃশ্যমান নন, কিন্তু প্রতিটি সফলতার পেছনে তাঁর পরিশ্রম স্পষ্ট। বাবা কখনো অভিযোগ করেন না, নিজের চাওয়া-পাওয়া বিসর্জন দিয়ে সন্তানের ভবিষ্যৎ গড়ায় মগ্ন থাকেন। তাঁর শক্ত কণ্ঠে থাকে কঠোরতা, কিন্তু অন্তরে থাকে ভালোবাসার সাগর। বাবা আমাদের প্রথম শিক্ষক, নীরব বন্ধু, আর জীবনের নিরাপদ আশ্রয়। আজ বাবা দিবস—এই দিনটি যেন হয় শুধুই তাঁর। আসুন, আমরা এই মানুষটিকে জানাই কৃতজ্ঞতা ও ভালোবাসা। বলি—”তুমি না থাকলে আমি কিছুই হতে পারতাম না, বাবা।” এই শ্রদ্ধা, সময় আর ভালোবাসার প্রকাশই হবে তাঁর প্রাপ্য সম্মান। কারণ, একজন বাবা—পুরো পরিবারের ভিত্তি, ভালোবাসা আর সাহসের মূল উৎস।