সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ ও পর্যটন সমৃদ্ধ অঞ্চল গোয়াইনঘাট উপজেলার প্রধান যাতায়াত সড়ক সালুটিকর-তোয়াকুল-গোয়াইনঘাট সড়কের কাজে অনিয়ম, নিম্নমানের নির্মাণ ও ধীরগতির প্রতিবাদে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিলেট অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রকল্পটি ১০ কিলোমিটার রাস্তা বিগত ২০২৩-২৪ অর্থবছরে ২৮ কোটি ৯৯ লাখ টাকায় অনুমোদিত হয়। কাজ শুরু হয় ৩০ জানুয়ারি ২০২৪, কিন্তু নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও মাত্র ৩০-৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, তাও নিম্নমানের অভিযোগে প্রশ্নবিদ্ধ। বর্তমানে কাজ বন্ধ অবস্থায় রয়েছে।
মানববন্ধন, গণস্বাক্ষর ও বিভিন্ন দপ্তরে বারবার অভিযোগের পরও কোন কার্যকর পদক্ষেপ না নেওয়ায় বৃহত্তর গোয়াইনঘাট এলাকাবাসীর পক্ষে আজ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে চারটি মূল দাবি উত্থাপন করা হয়—১) দ্রুত অসম্পূর্ণ কাজ সম্পন্ন, ২) নিম্নমানের কাজের তদন্ত ও দোষীদের শাস্তি, ৩) প্রকল্প তদারকিতে এলজিইডির কঠোর নজরদারি, এবং ৪) স্থানীয় বিশিষ্টজনদের সমন্বয়ে তদারকি কমিটি গঠন।
স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে নেতৃত্ব দেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী আব্দুল হাকিম চৌধুরী, যুবনেতা হেলাল আহমদ, জিয়া উদ্দিন খায়রুল আমিনসহ প্রায় বেশ কয়েকটি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদ, গোয়াইনঘাট এসোসিয়েশন, সিলেট, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদ, লেঙ্গুড়া ইউনিয়ন ছাত্র সংসদ এক্সেল গ্রুপসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পেশাজীবী পরিষদের আহবায়ক নাসির উদ্দিন, সদস্য সচিব ও দৈনিক মর্ণিং পোস্ট ডটকম এর সিলেট জেলা প্রতিনিধি, সাপ্তাহিক জাতীয় কৃষাণ মাঝি পত্রিকার ক্রাইম রিপোর্টার (গোয়াইনঘাট) বিলাল উদ্দিন, যুগ্ম-আহবায়ক মাস্টার আবুল হাসেম,এম এ রউফ, ফয়সল আহমদ, শওকত আলী শামসুজ্জামান, জৈন্তিয়া কেন্দ্রীয় পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মো: লুৎফুর রহমান, রোটারিয়ান কিবরিয়া সারওয়ার
গোয়াইনঘাট ছাত্র পরিষদ এর সভাপতি শিব্বির আহমদ,সহসভাপতি সুহেল আহমদ রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এহসান এলাহী তুষার,আব্দুল্লাহ আল মাহফুজ,খায়রুল আমিন,সাংগঠনিক সম্পাদক ময়নুল হক,প্রচার সম্পাদক মামুন আহমদ সদস্য আমিনুল ইসলাম আরিফ,সেলিম, তানিম,সুফিয়ান প্রমুখ।