দিঘলিয়া প্রতিনিধি: খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামে পূর্বের বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, শাকিব ফকির নামের এক ব্যক্তি মাছ ধরার শেষে বাড়ি ফেরার পথে পূর্বের বিরোধের কারণে সুমন শেখ (১৮) ও তার দলবল তাকে পথরোধ করে হামলা চালায়। তারা শাকিবকে মাছ বহনের বাক (বালতির মতো একটি পাত্র) দিয়ে আঘাত করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এসে মারামারিটি থামিয়ে দেয়।
ঘটনার খবর পেয়ে শাকিব ফকিরের বন্ধু ও আত্মীয়স্বজন ঘটনাস্থলে পৌঁছে সুমন শেখ ও তার সঙ্গীদের উপর পাল্টা হামলা চালায়। এতে সুমন শেখ গুরুতর আহত হন। তার মাথা ও শরীরে আঘাত লাগলে স্থানীয়রা তাকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় আলোচনায় উঠে আসে কুদ্দুস মোল্লা নামের একজন ব্যক্তির নাম। তবে স্থানীয়রা দাবি করেন, ঘটনার সময় কুদ্দুস মোল্লা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। আরও জানা যায়, কিছুদিন আগে কুদ্দুস মোল্লা ও তার স্ত্রী মিনা বেগমকে মাদক সংক্রান্ত একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, পূর্বের রাগের জের ধরে একদল দুষ্কৃতিকারী তাদের বাড়িতে গাঁজার প্যাকেট রেখে যৌথ বাহিনীতে খবর দেয় এবং মিনা বেগমকে হাতেনাতে আটক করায়। পরে তদন্তে প্রমাণিত হয় যে কুদ্দুস মোল্লা ও তার স্ত্রী গাঁজার কোনো ব্যবসার সঙ্গে জড়িত নন, এবং তারা জামিনে মুক্তি পান।
ঘটনাগুলো নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা সঠিক তদন্ত ও ন্যায়বিচার দাবি করছেন।