রাজবাড়ী প্রতিনিধি:
রহমতগঞ্জ রিপন স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার একটি অরাজনৈতিক ও অলাভজনক ক্রীড়া সংগঠন গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে।
গত শনিবার, ২৬ জুলাই দিনগত রাত ৯ টায় গোয়ালন্দ বাজার যোকন উদ্দিন প্লাজার দ্বিতীয় তরায় অবস্থিত গোয়ালন্দ কমিউনিটি সেন্টারে ২৭ জন সোনালী অতীত খেলোয়াড়দের মাঝে এ জার্সি বিতরণ করা হয়।
জার্সি বিতরণ অনুষ্ঠানে গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ইভেন্ট ম্যানেজার ও নবগঠিত রহমতগঞ্জ রিপন স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা মো. জিল্লুর রহমান রিপন, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের উপদেষ্টা, আমেরিকা প্রবাসী সোহানুর রহমান সোহান।
অন্যানাদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ ওজোপাডিকো’র উপ-সহকারি প্রকৌশলী বি এম রনি, কাতার প্রবাসী কেএম সোহেল মাহমুদ, গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের প্রতিষ্ঠাতা মো. সাজ্জাদ হোসেন, গোয়ালন্দ ফুটবল একাডেমীর সভাপতি গোলাম মোস্তফা সোহাগসহ ক্লাবের অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মাদক মুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে। ফুটবল একটি জনপ্রিয় খেলা। আমি নিজেও ফুটবল খেলতে পছন্দ করি। তিনি আরও বলেন, খেলোয়াড়দের পাশে যারা থাকে তাদের আমি প্রচন্ড ভালোবাসি। এসময় তিনি গোয়ালন্দ সোনালী অতীত ক্লাবের জন্য জার্সি উপহার দেয়ায় রহমতগঞ্জ রিপন স্পোর্টি ক্লাবের কর্ণধার জিল্লুর রহমান রিপনকে কৃতজ্ঞতা ও ভালোবাসা জানান।