ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ০১ অগাস্ট ২০২৫, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল গুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

  • মোঃ রোমান
  • আপডেট সময় ১০:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫
  • ১৩ বার পড়া হয়েছে

শেরপুর জেলা প্রতিনিধি: পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। ৩০ জুলাই বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাবের সামনে জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ‘শিক্ষা আমার অধিকার বৃত্তি আমার অহংকার, বন্ধ করো বৈষম্য নিশ্চিত করো সাম্য’ এসব স্লোগান দেন কিন্ডারগার্টেনের শতশত শিক্ষার্থী।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ও জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিপ্রারেটরী স্কুল ফাউন্ডেশনের সভাপতি আবু ঈসা মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, আইডিয়াল ইসকুলের উপাধ্যক্ষ আরিফুল ইসলাম, নবারুণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের শিক্ষক স্বপন দেব, অনুরণন এক্সক্লুসিভ স্কুল ও আনন্দপাঠের পরিচালক সাদেকুন নাঈম, রোজবার্ড একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেল, শাহীন স্কুল শেরপুর শাখার শিক্ষক প্রতিনিধি মো. বায়েজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল ইসরাত সুলতানা পুতুল, প্রভাতী বিদ্যাকুঞ্জের মহসিন কবির, পুলিশ লাইনস এ্যান্ড ক্রিয়েটিভ স্কুলের প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

বাবুডাইংয়ের কোল সম্প্রদায় পেল কমিউনিটি লাইব্রেরি এন্ড রিসার্চ সেন্টার

প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন স্কুল গুলোকে বাদ দেওয়ার প্রতিবাদে শেরপুরে মানববন্ধন

আপডেট সময় ১০:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ জুলাই ২০২৫

শেরপুর জেলা প্রতিনিধি: পঞ্চম শ্রেণির সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের শিক্ষাপ্রতিষ্ঠান গুলোকে অন্তর্ভুক্ত না করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ (বিকপ)। ৩০ জুলাই বুধবার দুপুরে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুর প্রেসক্লাবের সামনে জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের উদ্যোগে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ‘শিক্ষা আমার অধিকার বৃত্তি আমার অহংকার, বন্ধ করো বৈষম্য নিশ্চিত করো সাম্য’ এসব স্লোগান দেন কিন্ডারগার্টেনের শতশত শিক্ষার্থী।মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ ও জেলা কিন্ডারগার্টেন অ্যান্ড প্রিপ্রারেটরী স্কুল ফাউন্ডেশনের সভাপতি আবু ঈসা মুহাম্মদ শহিদুল ইসলাম, জেলা কিন্ডারগার্টেন ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সারোয়ার জাহান, আইডিয়াল ইসকুলের উপাধ্যক্ষ আরিফুল ইসলাম, নবারুণ পাবলিক স্কুলের উপাধ্যক্ষ এম এ আজিজ মদিনা, আইডিয়াল প্রিপারেটরি অ্যান্ড হাইস্কুলের শিক্ষক স্বপন দেব, অনুরণন এক্সক্লুসিভ স্কুল ও আনন্দপাঠের পরিচালক সাদেকুন নাঈম, রোজবার্ড একাডেমির চেয়ারম্যান আবু রায়হান পাভেল, শাহীন স্কুল শেরপুর শাখার শিক্ষক প্রতিনিধি মো. বায়েজিদ, জেলা কালেক্টরেট স্কুলের প্রিন্সিপাল ইসরাত সুলতানা পুতুল, প্রভাতী বিদ্যাকুঞ্জের মহসিন কবির, পুলিশ লাইনস এ্যান্ড ক্রিয়েটিভ স্কুলের প্রতিনিধি জুয়েল রানা প্রমুখ।এসময় বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষার তারিখ উল্লেখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সারা দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো অবস্থাতেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না। বক্তারা কিন্ডারগার্টেনসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অন্তর্ভুক্তির দাবি জানান।মানববন্ধনে জেলার বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471