জেলা প্রতিনিধি,শেরপুর :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শেরপুর জেলা শাখার উদ্যোগে এক জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকাল ৫টায় শেরপুর টাউন এর রঘুনাথ বাজারস্থ দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শেরপুর জেলা ছাত্রদলের (ভারপ্রাপ্ত) সভাপতি মো: হাসেম আহম্মেদ সিদ্দিকী বাবু এবং সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো: নাঈম হাসান উজ্জ্বল। সভায় জেলা ও উপজেলা, শহর ও কলেজ ছাত্রদলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বৃহৎ ছাত্রসমাবেশ’ সহ আগস্ট মাসব্যাপী ঘোষিত ঐতিহাসিক গণঅভ্যুত্থান স্মরণে কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ বলেন—
> “আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি সেইসব শহীদ ও আহত দেশপ্রেমিকদের, যারা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও আপসহীন থাকবে।”
সভায় আগামী ৩ আগস্ট ২০২৫, ঢাকায় অনুষ্ঠিতব্য ‘বৃহৎ ছাত্রসমাবেশ’-কে সর্বোচ্চ সফল এবং ঐতিহাসিক রূপ দিতে জেলা ও উপজেলা, শহর ও কলেজের প্রতিটি ইউনিটকে সুসংগঠিত হয়ে অংশগ্রহণে বিশেষ গুরুত্বারোপ করা হয়।
প্রস্তুতি সভায় আলোচনা করা হয়:
শেরপুর জেলা ছাত্রদলের সর্বাত্মক উপস্থিতি নিশ্চিতকরণ।
পোস্টার, লিফলেট, প্রচারণা ও পরিবহন ব্যবস্থাপনা।
সাংগঠনিক গতিশীলতা বাড়াতে নতুন কর্মপরিকল্পনা নির্ধারণ।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা জোরদার করার আহ্বান।
নেতৃবৃন্দ শেরপুর জেলা ছাত্রদলের প্রতিটি কর্মীকে ঢাকার ছাত্রসমাবেশে অংশগ্রহণে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে আহ্বান জানান এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদল যেন আবারও অগ্রণী ভূমিকা রাখতে পারে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
বক্তারা বলেন, ছাত্রদলের এই সভা শুধু একটি প্রস্তুতির আনুষ্ঠানিকতা নয়, বরং সংগঠনকে নতুন গতিতে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে এক অঙ্গীকার। ঢাকার আসন্ন ছাত্রসমাবেশ সফল করার মধ্য দিয়ে নতুন যুগের সূচনা করতে চায় শেরপুর জেলা ছাত্রদল।