চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতাঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে উপজেলা পর্যায়ে ৩২ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিমের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট তুলে দেন আদিনা ফজলুল হক সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাযহারুল ইসলাম তরু। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলী, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফজলে রাব্বী, শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক হারুন অর রশিদ, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ জোব্দুল হক প্রমূখ। এদিকে প্রত্যেক শিক্ষার্থীকে তিনটি করে বহুবর্ষজীবি ফুল গাছের চারা প্রদান করে উপজেলা প্রশাসন। এর মধ্যে এসএসসি পর্যায়ে ৮ জন, এইচএসসি পর্যায়ে ১২ জন, কারিগরি ৪, মাদ্রাসার আলিম পর্যায়ে ৪ ও দাখিলের ৪ জন শিক্ষার্থীকে দেয়া হয় সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট। এছাড়া প্রত্যেক ছাত্র-ছাত্রীকে তিনটি করে দীর্ঘ মেয়াদি ফুল থাকে এমন ফুলের চারা প্রদান করা হয়।
শিবগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদপত্র-সম্মাননা ক্রেস্ট বিতরণ
-
মোঃ জালাল উদ্দীন
- আপডেট সময় ০৮:২৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০২৫
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত