আসন্ন দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ আবুল বাশার বসুনিয়া এবং ভাইস চেয়ারম্যান পদে মোঃ বেলাল হোসেনকে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত শুরা বৈঠকে জেলা আমির সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেন আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন।
এর আগে উপজেলা জামায়াতের রোকন ও কর্মীরা সরাসরি ভোট দিয়ে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী নির্বাচন করেন। জনশক্তিদের ভোটের ভিত্তিতেই তাদের মনোনয়ন চূড়ান্ত করা হয়।
মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ আবুল বাশার বসুনিয়া বর্তমানে পঞ্চগড় জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পূর্বে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের আমির ছিলেন। অপরদিকে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোঃ বেলাল হোসেন বর্তমানে দেবীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি এবং এর আগে পঞ্চগড় জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্বে ছিলেন।
শুরা বৈঠকে জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা মোঃ মফিজ উদ্দিন, জেলা সেক্রেটারি মাওলানা দেলাওয়ার হোসেনসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।