মনোয়ারুল ইসলাম রংপুর জেলা সংবাদদাতা
রংপুর মহানগর যুবদলের আওতাধীন ২৯ ও ৩০ নং ওয়ার্ডের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১৩ অক্টোবর) সন্ধা ৬ টায় ২৯ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক সুমন পাটোয়ারী’র সভাপতিত্বে ও সদস্য সচিব মনির হোসেন মুন্নার সঞ্চালনায় মাহিগঞ্জ কমিউনিটি সেন্টার হল রুমে এবং রাত ৮ টায় ৩০ নং ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহাদৎ হোসেন লিটন এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফারুক হোসেন মানু’র
সঞ্চালনায় খাসবাগ স্কুল মাঠে যুবদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের আহবায়ক নুরুন্নবী চৌধুরী মিলন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর মহানগর বিএনপির সদস্য আলহাজ্ব কাওসার জামান বাবলা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক ও কোতোয়ালি (মেট্রোপলিটন) থানা যুবদলের আহবায়ক ওয়াহিদ মুরাদ প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক রেজাউল ইসলাম রাবুর সভাপতিত্বে ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তারিকুল ইসলাম তারেকের সঞ্চালনায় সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে নির্বাচিত নেতৃবৃন্দের নাম ঘোষণা করা হয়।
সম্মেলনের সার্বিক দায়িত্ব পালন করেন, মহানগর যুবদলের সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সাইফুল ইসলাম, জুবায়ের হাসান রজু ও সিরাজুদ্দৌলা ডন।