আক্কাস আলী খান
রাজবাড়ী জেলা প্রতিনিধি
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সংগ্রামপুর গ্রামে সড়ক দুর্ঘটনায় জিহাদ (১৪) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে স্থানীয় জামাল হোসেনের পুত্র এবং সংগ্রামপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে জিহাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি ঘটে। পরে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসিখুশি ও মেধাবী এই ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। সহপাঠী, শিক্ষক ও প্রতিবেশীরা তাকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। গ্রামের মানুষজন জানায়, জিহাদ ছিল অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছাত্র। তার মৃত্যুতে স্কুল ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।