নুরুল ইসলাম,গাইবান্ধা প্রতিনিধি ঃ- গাইবান্ধার সাঘাটা উপজেলার অন্তর্গত ছাটযোগী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রায়ন কেন্দ্র নির্মানের কাজ চলমান। কাজটি বাংলাদেশ সরকার ও ইফাদের অর্থায়নে নির্মিত হচ্ছে। এর প্রাক্কলিত ব্যায় বাবদ ২ কোটি ৪৬ লক্ষ ৭৮ হাজার ৯ শত টাকা বরাদ্দ দেয়া হয়। সংশ্লিষ্ট ঠিকাদার গাইবান্ধা সদর উপজেলার সাজিন ট্রেডার্স এর লাইসেন্স হলেও নির্মান করে আসছেন জনৈক্য আাঃ আজিজ ও ঠিকাদার তুহিন নামে দুই ব্যক্তি।তদারকি কর্মকর্তা হিসাবে সাঘাটা উপজেলার এলজিইডির সহকারী প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন। এক তথ্যের ভিত্তিতে ১৬/১০/২৫ ইং সরেজমিনে গেলে দেখা যায়,তৃতীয় তলার ছাদ ঢালাইয়ের কাজ চলছে।বিধিবহির্ভূত ভাবে অর্ধেক মরা ও বড় পাথর,নিম্মমানের সিমেন্ট ও দেশীয় বালি দ্বারা ঢালাই কাজ সম্পন্ন করা হয়। দেখা মেলেনি এলজিইডির কোন লোকজনকে।ছাদ ঢালাইয়ে নীচে পানী পড়তেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান,,শুরু থেকেই যাবতীয় নির্মান সামগ্রী ছিল নিম্মমানের। ইলেকট্রিক যাবতীয় মালামাল শিডিউল বর্হিভুত। নির্মাজ কাজ বন্ধ রেখে শিডিউল মোতাবেক কাজ হয়েছে কিনা তা যাচাই ও পরীক্ষা করে পুনরায় কাজ শুরুর বিষয়টি দ্রুত আইনী ব্যবস্থা নিতে গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকার সচেতন বিজ্ঞ মহল।
সাঘাটায় একটি প্রাথমিক বিদ্যালয়ে বহুতল ভবনের ছাদ ঢালাইয়ে ব্যাপক অনিয়ম
-
নিজস্ব সংবাদ : - আপডেট সময় ০৪:৪৭:২২ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
- ০ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত

























