তথ্য অধিকার আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং এর যথাযথ প্রয়োগের মাধ্যমে প্রশাসনিক জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ অ্যাডভোকেসি মিটিং।
শনিবার (৩১ মে) সকাল সাড়ে ১০টায় দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, মসজিদের ইমাম, স্থানীয় সাংবাদিক, উন্নয়নকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সুধী সমাজের অনেকে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রিসার্চ ইনিশিয়েটিভ বাংলাদেশ (RIB) এর দেবীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম মনির।
সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় প্রকল্পের মাঠ সমন্বয়কারী কায়ছার আলী।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন RIB-এর প্রোগ্রামার অফিসার মনিউর রহমান। তিনি তথ্য অধিকার আইন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন এবং কিভাবে এই অধিকার নাগরিকদের সরকারি সেবা গ্রহণে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করে, সে বিষয়ে আলোকপাত করেন। বক্তৃতায় তিনি তথ্য প্রাপ্তির অধিকারকে একটি মৌলিক গণতান্ত্রিক অধিকার হিসেবে তুলে ধরেন এবং বলেন, এ আইনকে সক্রিয়ভাবে কাজে লাগাতে পারলে দুর্নীতি কমবে এবং প্রশাসনের জবাবদিহিতা বাড়বে।
সভায় আরও বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলার RIB প্রকল্পের সভাপতি আরিফ বিল্লাহ। তিনি মাঠ পর্যায়ে তথ্য অধিকার আইন বাস্তবায়নের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এবং সকলকে সচেতন ও সক্রিয় হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত অংশগ্রহণকারীরা তথ্য অধিকার বিষয়ক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন এবং বাস্তব জীবনে তথ্য অধিকার ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে অভিজ্ঞতা বিনিময় করেন।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।