৯ জুন সোমবার বিকেলে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ফ্যাসিবাদবিরোধী মিছিলে সন্ত্রাসী হামলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ৮ জন নেতা-কর্মী ও ২ জন পথচারী গুরুতর আহন হন।আহতরা হলেন: উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পুটিয়ারপাড় গ্রামের আল মামুন সরকার (৪০), উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাঢ়ীকান্দি গ্রামের ফয়সাল আহমেদ সোহেল (৫০), উপজেলা ছাত্রদলের সদস্য নওদোনা গ্রামের নাজমুল হাসান জিশান (৩৬), দূর্গাপুর ইউনিয়ন যুবদল নেতা পাঠান চক গ্রামের সুমন বেপারী (৩৮), শিকারীকান্দি গ্রামের সুমন প্রধান (৪৪), ছাত্রদল নেতা ঘাসির চর গ্রামের মেহেদী হাসান (২৬), দূর্গাপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মনুর কান্দি গ্রামের নাছির উদ্দীন (৫০), ছাত্রদল নেতা নওদোনা গ্রামের মাহিন (১৮), পথচারী জোড়খালী গ্রামের কাউছার (২৫) ও নাইম (২২)।
উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন বলেন, আমরা উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ফ্যাসিবাদবিরোধী মিছিল আয়োজন করি। বিকেল ৬ টায় নিশ্চিন্তপুর পশ্চিম বাজার থেকে মিছিল শুরু করে পূর্ব বাজারে যাই, পূর্ব বাজার থেকে পুনরায় পশ্চিম বাজারের দিকে আসার সময় মাঝ রাস্তায় ব্রীজ উঠার সময় আমাদের উপর পরিকল্পিতভাবে সন্ত্রাসী হামলা চালায়। প্রায় ৩০-৪০ জন লোক এসে লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করলে আমাদের অনেক নেতা-কর্মী আহত হয়ে পড়ে। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিচ্ছি। মুমুর্ষ একজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে।
আহত নাজমুল হাসান জিশান বলেন, আমরা মিছিল করার জন্যে থানার ওসির সাথে কথা বলেছি। তারা আমাদেরবে মিছিল করার ব্যাপারে মৌখিক অনুমতি দিয়েছে এবং পুলিশওমোতায়েন করেছে। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল, কিন্তু তারপরও আমাদের উপর এই সন্ত্রাসী হামলা হলো।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা এই দুই গ্রুপের নেতা-কর্মীরা নিশ্চিন্তপুর বাজারে একই সময়ে প্রোগ্রাম দেন। কিন্তু সমঝোতার ভিত্তিতে প্রথমে জালাল গ্রুপ মিছিল করবে, পরে তানভীর হুদা গ্রুপ মিছিল করার সিদ্ধান্ত হয়। কিন্তু জালাল গ্রুপের মিছিল শেষ না হতেই মিছিলে হামলার ঘটনা ঘটে।
চাঁদপুরের মতলব উত্তরে বিএনপির দুই গ্রুপে মধ্যে বিরোধের জের ধরে মিছিলে হামলা :আহত ১০
-
মোঃ সোহরাব হোসেন, চাঁদপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় ০৫:৪১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- ২১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত