সাভার ধামরাই, বালিয়া ইউনিয়নের ভাবনহাটী এলাকায় এক সাংবাদিকের উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। মুখোশধারী দুর্বৃত্তরা সাংবাদিক আব্দুল মান্নানের উপর অতর্কিত হামলা চালিয়ে তার পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
আহত সাংবাদিক আব্দুল মান্নান বর্তমানে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
আব্দুল মান্নান জানান, বুধবার রাত ৮টার দিকে কাওলীপাড়া বাজারে সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে ৬-৭ জন মুখোশধারী সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা প্রথমে ধারালো অস্ত্র দিয়ে তার পায়ে আঘাত করে রগ কেটে দেয় এবং পরবর্তীতে লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করে।
তিনি আরও বলেন, “আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা আমাকে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়।”
এ ঘটনায় ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।