আবুল কালাম আজাদ
ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় এক যুবককে আটক করা হয়। সোমবার (১৬ জুন ২০২৫) দুপুরে গৌরীপুর থানার রামগোপালপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানটি পরিচালনা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ময়মনসিংহ এর সহকারী পরিচালক মো. কাওসারুল হাসান রনি। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৮ কেজি গাঁজা ও একটি বাটন মোবাইল ফোনসহ মো. শারিফ মিয়া (২২) নামে এক মাদককারবারিকে আটক করা হয়।
আটককৃত শারিফ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়পুর থানার দুলালপুর পূর্বপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. কামাল মিয়া এবং মাতা মৃত মানসুরা আক্তার।
পরে অভিযুক্তের বিরুদ্ধে গৌরীপুর থানায় পরিদর্শক খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাওসারুল হাসান রনি জানান, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূল করতেই এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে
নিজস্ব সংবাদ : 


























