ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাবনায় গর্ভবতী স্ত্রীর প্রতি স্বামীর অমানবিকতা গৃহবধূর বিচার চেয়ে আকুতি

 

পাবনায় অন্তঃসত্ত্বা এক নারীকে ডিভোর্স দিয়ে হয়রানি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুন বুধবার বিকালে প্রেসক্লাব পাবনার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাবনার চাটমোহর উপজেলার জাবের খোলা গ্রামের গৃহবধূ জাহানারা খাতুন (৩০) এই হৃদয়বিদারক পরিস্থিতির শিকার হয়েছেন। সাত বছরের এক পুত্রসন্তান এবং গর্ভবতী অবস্থায় স্বামী মো: মোতালেব হোসেন (৫৭) তাকে হঠাৎ করেই ছেড়ে চলে গেছেন। শুধু তাই নয়, পরিবারের মাধ্যমে জাহানারা জানতে পেরেছেন যে তার স্বামী তাকে তালাক দিয়েছেন, যদিও তিনি এ পর্যন্ত কোনো লিখিত তালাকনামা পাননি।

এই অমানবিক আচরণের শিকার হয়ে জাহানারা খাতুন এখন তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।
ভুক্তভোগী জাহানারা খাতুন জানান, তিনি তার স্বামীর সঙ্গে সংসার করতে ইচ্ছুক এবং এই কঠিন সময়ে তিনি ধৈর্য ধরে আইনের আশ্রয় নিয়েছেন।

চাটমোহর থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ প্রশাসন থেকে তিনি কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না। তার অভিযোগ, মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুর রহিম উল্টো তাকেই নানা ধরনের হুমকি দিচ্ছেন।

দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার আসামি মোতালেব হোসেনকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান জাহানারা। থানার পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় একজন অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের নিরাপত্তা ও অধিকার আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ।

এই পরিস্থিতিতে জাহানারা খাতুন এবং তার পরিবার দাবিগুলো তুলে ধরেছেন:
১। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
২। ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা হোক।
৩। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
৪। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করা হচ্ছে।

জাহানারা খাতুন বিশ্বাস করেন যে, গণমাধ্যমই পারে এই অবিচার ও অবহেলার বিরুদ্ধে একটি বৃহৎ জনমত গড়ে তুলতে। তিনি গণমাধ্যমের মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান, যাতে একজন নারী ও তার সন্তানের ভবিষ্যৎ বাঁচানো যায়। এই ঘটনার দ্রুত ও ন্যায়সম্মত সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাবনায় গর্ভবতী স্ত্রীর প্রতি স্বামীর অমানবিকতা গৃহবধূর বিচার চেয়ে আকুতি

আপডেট সময় ০৫:৫৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫

 

পাবনায় অন্তঃসত্ত্বা এক নারীকে ডিভোর্স দিয়ে হয়রানি ও নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুন বুধবার বিকালে প্রেসক্লাব পাবনার হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

পাবনার চাটমোহর উপজেলার জাবের খোলা গ্রামের গৃহবধূ জাহানারা খাতুন (৩০) এই হৃদয়বিদারক পরিস্থিতির শিকার হয়েছেন। সাত বছরের এক পুত্রসন্তান এবং গর্ভবতী অবস্থায় স্বামী মো: মোতালেব হোসেন (৫৭) তাকে হঠাৎ করেই ছেড়ে চলে গেছেন। শুধু তাই নয়, পরিবারের মাধ্যমে জাহানারা জানতে পেরেছেন যে তার স্বামী তাকে তালাক দিয়েছেন, যদিও তিনি এ পর্যন্ত কোনো লিখিত তালাকনামা পাননি।

এই অমানবিক আচরণের শিকার হয়ে জাহানারা খাতুন এখন তার সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে ন্যায়বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন।
ভুক্তভোগী জাহানারা খাতুন জানান, তিনি তার স্বামীর সঙ্গে সংসার করতে ইচ্ছুক এবং এই কঠিন সময়ে তিনি ধৈর্য ধরে আইনের আশ্রয় নিয়েছেন।

চাটমোহর থানায় অভিযোগ দায়ের করার পরও পুলিশ প্রশাসন থেকে তিনি কোনো কার্যকর সহযোগিতা পাচ্ছেন না। তার অভিযোগ, মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাব ইন্সপেক্টর আব্দুর রহিম উল্টো তাকেই নানা ধরনের হুমকি দিচ্ছেন।

দীর্ঘদিন পেরিয়ে গেলেও মামলার আসামি মোতালেব হোসেনকে গ্রেপ্তার বা জিজ্ঞাসাবাদ করা হয়নি বলে জানান জাহানারা। থানার পক্ষ থেকে কোনো সহযোগিতা না পাওয়ায় একজন অন্তঃসত্ত্বা নারী ও তার অনাগত সন্তানের নিরাপত্তা ও অধিকার আজ চরমভাবে প্রশ্নবিদ্ধ।

এই পরিস্থিতিতে জাহানারা খাতুন এবং তার পরিবার দাবিগুলো তুলে ধরেছেন:
১। আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।
২। ভুক্তভোগী নারীর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করা হোক।
৩। পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।
৪। নারীর অধিকার ও মর্যাদা রক্ষায় স্থানীয় প্রশাসনের সুনির্দিষ্ট পদক্ষেপ কামনা করা হচ্ছে।

জাহানারা খাতুন বিশ্বাস করেন যে, গণমাধ্যমই পারে এই অবিচার ও অবহেলার বিরুদ্ধে একটি বৃহৎ জনমত গড়ে তুলতে। তিনি গণমাধ্যমের মাধ্যমে উচ্চতর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চান, যাতে একজন নারী ও তার সন্তানের ভবিষ্যৎ বাঁচানো যায়। এই ঘটনার দ্রুত ও ন্যায়সম্মত সমাধান প্রত্যাশা করছেন এলাকাবাসী।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471