ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চেয়ারম্যান ও মেম্বারের কাছে কোনো সমাধান না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা কালিতলায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • ৩০ বার পড়া হয়েছে

মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘুঘুডিমা কালিতলা গ্রামের প্রধান রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে । প্রায় অর্ধ শতাধিকেরও উপরে লোকের এই গ্রামটির প্রধান রাস্তাটি খানা-খন্দে ও এবরো-খেবরো পথ যেন যাতায়াতে অতিষ্ঠ গ্রামবাসী। বর্ষা মৌসুম যেন আরো দুর্ভোগ বয়ে আনে সকলের । গ্রামটির প্রধান রাস্তার এই বেহাল দষার দেখার নেই কেও । মেম্বার ও চেয়ারম্যানকে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও সমাধানের আশ্বাস দিলেও বর্ষার পেরিয়ে বর্ষা আসলেও সমাধানের আশ্বাসের অবসান ঘটে না ।
সমস্যা সমাধানের উপায় না পেয়ে ২০ই জুন শুক্রবার সকল গ্রামবাসীর উদ্দ্যেগে ও নিজ অর্থায়নে রাস্তাটিতে ৬ ট্রলি ইট ও রাবিস ফেলে অস্থায়ী ভাবে চলাচলের জন্য উপযুক্ত করা হয় ।

এলাকাবাসীরা জানান, রাস্তাটি মেরামতের জন্য উপজেলার পর্যায় হতে সাড়ে ৭ লাখ টাকা বিল পাশ করা হয়েছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম টিপু এবং ৮ নং ওয়ার্ডের মেম্বার মো: মাঈনুদ্দিন দুইজন দন্দে কাজটি থেমে রয়েছে, তাদেরকে একাধিকবার জানানো হলেও তারা এই বিষয়ে কোনোই উদ্যোগ নেন নি,

এলাকাবাসীরা আরো জানান, বাজেটে প্রদানকৃত অর্থের মেয়াদ ২২ই জুন রবিবার নাগাদ শেষ হবে কিন্তু এখন পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বারের একাধিকবার আশ্বাস দিলেও এখনও কোনো উজ্জগ নেয়নি,

স্থানিরা চান, দ্রুত তম সময়ের মধ্যেই যেন এই কাজটির অনুমোদন দেয় এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার শুরু করা হয় ।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

মোল্লাহাটে ইসলামী আন্দোলন বাংলাদেশ মোল্লাহাট সদর ইউনিট কমিটি শাখা দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

চেয়ারম্যান ও মেম্বারের কাছে কোনো সমাধান না পেয়ে চাঁপাইনবাবগঞ্জ সদরের গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা কালিতলায় গ্রামবাসীর উদ্যোগে রাস্তা মেরামত

আপডেট সময় ০২:১৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫

মো: রাহিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ঘুঘুডিমা কালিতলা গ্রামের প্রধান রাস্তাটি যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে । প্রায় অর্ধ শতাধিকেরও উপরে লোকের এই গ্রামটির প্রধান রাস্তাটি খানা-খন্দে ও এবরো-খেবরো পথ যেন যাতায়াতে অতিষ্ঠ গ্রামবাসী। বর্ষা মৌসুম যেন আরো দুর্ভোগ বয়ে আনে সকলের । গ্রামটির প্রধান রাস্তার এই বেহাল দষার দেখার নেই কেও । মেম্বার ও চেয়ারম্যানকে একাধিকবার লিখিত অভিযোগ জানালেও সমাধানের আশ্বাস দিলেও বর্ষার পেরিয়ে বর্ষা আসলেও সমাধানের আশ্বাসের অবসান ঘটে না ।
সমস্যা সমাধানের উপায় না পেয়ে ২০ই জুন শুক্রবার সকল গ্রামবাসীর উদ্দ্যেগে ও নিজ অর্থায়নে রাস্তাটিতে ৬ ট্রলি ইট ও রাবিস ফেলে অস্থায়ী ভাবে চলাচলের জন্য উপযুক্ত করা হয় ।

এলাকাবাসীরা জানান, রাস্তাটি মেরামতের জন্য উপজেলার পর্যায় হতে সাড়ে ৭ লাখ টাকা বিল পাশ করা হয়েছে কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ২ নং গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান জনাব রবিউল ইসলাম টিপু এবং ৮ নং ওয়ার্ডের মেম্বার মো: মাঈনুদ্দিন দুইজন দন্দে কাজটি থেমে রয়েছে, তাদেরকে একাধিকবার জানানো হলেও তারা এই বিষয়ে কোনোই উদ্যোগ নেন নি,

এলাকাবাসীরা আরো জানান, বাজেটে প্রদানকৃত অর্থের মেয়াদ ২২ই জুন রবিবার নাগাদ শেষ হবে কিন্তু এখন পর্যন্ত চেয়ারম্যান ও মেম্বারের একাধিকবার আশ্বাস দিলেও এখনও কোনো উজ্জগ নেয়নি,

স্থানিরা চান, দ্রুত তম সময়ের মধ্যেই যেন এই কাজটির অনুমোদন দেয় এবং দ্রুততম সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার শুরু করা হয় ।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471