চাঁদপুর জেলা প্রতিনিধি :
১৪ জুলাই সোমবার বিকেল চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া চাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১ শ ২৬ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা করেন।এর মধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৫৮ কোটি ৭৭ লাখ ৭২ হাজার ৭৫ টাকা।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার আবদুর রকিব, সিভিল সার্জন ডা. মোহাম্মদ নূর আলম দ্বীন।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া।এসময় চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া, জেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক আশরাফুল ইসলাম কাজী রাসেল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশাসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
চাঁদপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১শ’ ২৬ কোটি ৭৯ লাখ টাকার রাজস্ব ও উন্নয়ন বাজেট ঘোষণা
-
মোঃ সোহরাব হোসেন
- আপডেট সময় ০৯:১৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
- ২৮ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত