ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার লাখোহাটি গ্রামে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫
  • ১৫ বার পড়া হয়েছে

দিঘলিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বাসিন্দা মো. কুদ্দুস আলী মোল্লা (৪৫) এক সংবাদ সম্মেলনে তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মাদক মামলার অভিযোগ তুলেছেন।
১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টায় লাখোহাটি বাজার চত্বরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, কিছু স্থানীয় ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে।

তিনি বলেন, “গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোলাম শেখ ও তার দলবল স্থানীয় একটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এর জের ধরে তারা আমার দোতলার জানালার গ্রিল দিয়ে গাঁজা রেখে দেয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বাড়িতে অভিযান চালাতে উৎসাহিত করে।”

ওইদিনই পুলিশ তাদের বাড়িতে একাধিকবার অভিযান চালায় এবং শেষবারে দোতলার রান্নাঘরের পাশে জানালার কাছে গাঁজা উদ্ধার করে, যা কুদ্দুস মোল্লার দাবি অনুযায়ী, প্রতিপক্ষ কর্তৃক গোপনে রাখা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, “আসল মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীরা নিজেদের রক্ষা করতে আমাদের পরিবারকে টার্গেট করছে এবং প্রশাসনের নজর ভিন্ন দিকে ঘোরানোর অপচেষ্টা চালাচ্ছে।”

সংবাদ সম্মেলনে কুদ্দুস মোল্লা প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকৃত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।

ট্যাগস :
সর্বাধিক পঠিত

সংস্কারে আটকে গেছে ববির মাঠ, খেলাধুলা থেকে বঞ্চিত শিক্ষার্থীরা

খুলনার লাখোহাটি গ্রামে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ, জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর

আপডেট সময় ০৪:৪৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

দিঘলিয়া উপজেলা প্রতিনিধি:
খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের লাখোহাটি গ্রামের বাসিন্দা মো. কুদ্দুস আলী মোল্লা (৪৫) এক সংবাদ সম্মেলনে তার পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মাদক মামলার অভিযোগ তুলেছেন।
১৭ জুলাই (বৃহস্পতিবার) বিকেল ৪টায় লাখোহাটি বাজার চত্বরে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি লিখিত বক্তব্যে জানান, কিছু স্থানীয় ব্যক্তি ও স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে তার পরিবারের বিরুদ্ধে মাদক ব্যবসার অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা করছে।

তিনি বলেন, “গত ১ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে গোলাম শেখ ও তার দলবল স্থানীয় একটি বিষয় নিয়ে আমাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। এর জের ধরে তারা আমার দোতলার জানালার গ্রিল দিয়ে গাঁজা রেখে দেয় এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে মিথ্যা তথ্য দিয়ে আমাদের বাড়িতে অভিযান চালাতে উৎসাহিত করে।”

ওইদিনই পুলিশ তাদের বাড়িতে একাধিকবার অভিযান চালায় এবং শেষবারে দোতলার রান্নাঘরের পাশে জানালার কাছে গাঁজা উদ্ধার করে, যা কুদ্দুস মোল্লার দাবি অনুযায়ী, প্রতিপক্ষ কর্তৃক গোপনে রাখা হয়েছিল।

তিনি আরও অভিযোগ করেন, “আসল মাদক ব্যবসায়ী ও সমাজবিরোধীরা নিজেদের রক্ষা করতে আমাদের পরিবারকে টার্গেট করছে এবং প্রশাসনের নজর ভিন্ন দিকে ঘোরানোর অপচেষ্টা চালাচ্ছে।”

সংবাদ সম্মেলনে কুদ্দুস মোল্লা প্রশাসনের প্রতি আহ্বান জানান, প্রকৃত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও অপরাধচক্রকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক। পাশাপাশি তার পরিবারের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home2/krishanmajhee/public_html/wp-includes/functions.php on line 5471