পাবনা জেলা প্রতিনিধি:
পাবনা সদর উপজেলার কামারগাঁও ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরীর বিরুদ্ধে শিক্ষার্থীদের সাথে যৌন হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছে ভুক্তভোগ ও এলাকাবাসী।
শনিবার (২৭ জুলাই) দুপুরে সদর উপজেলা চত্বরে নৈশ্য প্রহরী কাবিল সরদারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিক্ষোভ করেছে ভুক্তভোগী ও এলাকাবাসী।
বিক্ষোভে বক্তব্য দেন কামারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হান্নান খান, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, অভিভাবক লিটন প্রমানিক, আব্দুল রাজ্জাক খাঁ, নাজমা খাতুন।
বক্তারা বলেন, বিদ্যালয় নৈশ্য প্রহরী কাবিল সরদার উপবৃত্তির কার্ডে জন্য স্বাক্ষর দেওয়ার কথা বলে শিক্ষার্থীদের মাদের ফোন করে ডেকে নিয়ে নোংরা প্রস্তাব দেয়। এর প্রতিবাদ করতে চাইলে বিভিন্ন সময় হুমকি ধামকি দেয় নৈশ্য প্রহরী। বিগত কয়েক বছর আগে বিদ্যালয় এর পঞ্চম শ্রেণি এক শিক্ষার্থীর সাথে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপ করলেও তার কোন সুষ্ঠু তদন্ত ও শাস্তি হয়নি। এই ঘটনের অভিভাবকরা একটি ধর্ষণ মামলা করলেও আইনের বেড়াজালে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে জামিন নিয়ে আবারো বিদ্যালয়ে নোংরামি ও কু-প্রস্তাব দিয়ে আসছে। এই নৈশ প্রহরীর কারণে বিদ্যালয়ের শিক্ষার্থী শূন্য হয়ে পড়ছে বিদ্যালয়। তাই সকল সংশ্লিষ্ট দপ্তরে সকল কর্মকর্তাদের পতি আকুল আবেদন এই নৈশ প্রহরীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বক্তারা।
বিক্ষোভ শেষে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।