রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৫ নং চন্ডিপুর ইউনিয়নের বয়রা বাজার এলাকায় ছিনতাইয়ের ঘটনা সর্বস্ব হারিয়েছেন চন্দন মজুমদার নামের এক ব্যবসায়ী।
মঙ্গলবার রাত দশটায় রামগঞ্জ গার্লস স্কুল সংলগ্ন মজুমদার টেলিকমের মালিক চন্দন মজুমদার বাড়ী ফেরার পথে চন্ডিপুর ইউনিয়নের বয়রা বাজার এলাকায় ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল, নগদ ৪লাখ টাকা ও বিকাশ লেনদেনের ৩টি মোবাইল সেট নিয়ে যায়।
এ ব্যাপারে চন্দন মজুমদার জানান, দোকান বন্ধ করে মোটরসাইকেলযোগে চন্ডিপুর ইউনিয়নের বয়রা বাজার এলাকার দে’বাড়ী এলাকায় আসলে দুইজন ছিনতাইকারী আগ্নেয়াস্ত্র বুকে দারালো অস্ত্র গলায় ধরে ভয় দেখিয়ে সর্বস্ব লুটে নেয়।
এ বিষয়ে রাতেই বুলেট অপু নামের একজনকে আসামী করে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী চন্দন মজুমদার।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, আমরা অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যাই। ঘটনার সাথে জড়িত অপরাধীদের ধরতে অভিযান অব্যাহত আছে।