(ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ) শেরপুরের ঝিনাইগাতীতে শহীদ সৌরভ স্মৃতি চত্বর উদ্বোধন শেষে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। মঙ্গলবার (৫জুলাই) সকালে থানা মোড়ে জুলাই যোদ্ধা শহীদ সৌরভ চত্বর উদ্বোধন শেষে পুস্পস্তবক অর্পণ করেন, ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম রাসেল। এসময় ঝিনাইগাতী থানার ওসি মোঃ আলামিন, ব্যাটালিয়ন আনসার কর্মকর্তা সহ অন্যান্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। পরে শহীদ সৌরভের নিজ বাড়ীতে গিয়ে তার কবরস্থানে পুস্পস্তবক অর্পণ শেষে বিশেষ মোনাজাতের মাধ্যমে তার আত্মা ও জুলাই ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে নিহত সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। সেই সময়, শহীদ সৌরভের বাবা মোঃ সোহরাব হোসেন, বড় ভাই মোঃ সুমন মিয়াসহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্যঃ জুলাই যোদ্ধা শারদুল আশিস সৌরভ (সজীব) ২০২৪ সালে জুলাই ছাত্রজনতার আন্দোলনে অংশ নিয়ে ৪ আগষ্ট শহীদ হয়েছিলেন।
ঝিনাইগাতীতে শহীদ সৌরভ স্মৃতি চত্বর উদ্বোধন শেষে পুস্পস্তবক অর্পণ
-
এম,শাহজাহান
- আপডেট সময় ০৭:১৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অগাস্ট ২০২৫
- ৪১ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত