ঝিনাইগাতী উপজেলা সংবাদদাতাঃ) শেরপুরের ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠনকে ঘিরে পুরো উপজেলায় রাজনীতির মাঠ এখন উত্তাল। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যন্ত চলছে তুমুল আলোচনার ঝড়।আর রাজনীতির তৃণমূল মাঠ পর্যায়ে তৈরি হয়েছে উত্তেজনার নতুন ঢেউ। কে হচ্ছেন আহ্বায়ক-আর, কাকে দেয়া হচ্ছে সদস্য সচিবের দায়িত্ব, এসব প্রশ্ন নিয়ে তৃণমূল রাজনৈতিক অঙ্গন এখন সরগরম। আর নেতাকর্মীদের মনোযোগও পুরোপুরি এই সিদ্ধান্তের দিকে নিবদ্ধ।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, আহ্বায়ক পদে শীর্ষ আলোচনায় রয়েছেন,
জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক
আলহাজ্ব মো.শাহজাহান আকন্দ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য
মেজর মাহমুদুল হাসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক, মালিঝিকান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি
মো. লুৎফর রহমান।
অপরদিকে সদস্য সচিব পদে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করছেন, আদর্শবান সংগ্রামী কর্মী, নেতৃত্বগুণে অনন্য সংগঠক, ত্যাগ-তিতিক্ষার এক জীবন্ত দৃষ্টান্ত, ছাত্রদল থেকে রাজনীতির হাতেখড়ি নেওয়া তুখোড় ছাত্রনেতা, জেলা বিএনপির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র দীর্ঘদিনের সাধারণ সম্পাদক, সভাপতি ও আহ্বায়ক প্রয়াত আব্দুছ ছালাম এর সুযোগ্য পুত্র, শেরপুর জেলা বিএনপির সদস্য, জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় সমন্বয়ক, দ্য ইন্সটিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের আজীবন সদস্য ও কাউন্সিল মেম্বার প্রকৌশলী তৌহিদুর রহমান এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান হিরা। তৃণমূল নেতাকর্মীরা একবাক্যে বলছেন, নতুন কমিটিতে এমন নেতৃত্ব চাই, যারা হবেন জনবান্ধব, ত্যাগী, সাহসী এবং দলে ঐক্য ফিরিয়ে আনতে সক্ষম। বিশেষ করে আসন্ন জাতীয় রাজনীতির চ্যালেঞ্জ মোকাবেলায় ঝিনাইগাতী বিএনপির একটি শক্ত, ঐক্যবদ্ধ ও কার্যকর নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে। এবিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন, আমরা স্বচ্ছতা, যোগ্যতা এবং তৃণমূলের মতামতকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নেতৃত্ব নির্বাচন করবো। কাউকে চাপিয়ে দেওয়া হবে না। তৃণমূলের নেতাকর্মীরাই ঠিক করবেন, কে নেতৃত্ব দেবেন। স্থানীয় রাজনৈতিক মহল মনে করছেন, এই প্রতিযোগিতা শুধু পদ-পদবির লড়াই নয়, এটি ঝিনাইগাতী উপজেলা বিএনপির ভবিষ্যৎ দিকনির্দেশনা ও সাংগঠনিক শক্তি পুনর্গঠনের এক বড় পরীক্ষা। সঠিক নেতৃত্ব বাছাই করতে না পারলে সামনে আন্দোলন–সংগ্রামে দলের অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। অন্যদিকে, জনবান্ধব ও তৃণমূলনির্ভর নেতৃত্ব আসতে পারলে উপজেলা বিএনপির সাংগঠনিক শক্তি কয়েকগুণ বৃদ্ধি পাবে। বর্তমানে চায়ের আড্ডা থেকে শুরু করে রাজনৈতিক বৈঠক, এমনকি সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত সবখানেই এই নেতৃত্ব নির্বাচনের খবর এখন ‘হট টপিক’। রাজনৈতিক উত্তাপ যত বাড়ছে, তৃণমূল নেতাকর্মীদের দৃষ্টি ততই নিবদ্ধ হচ্ছে আসন্ন ঘোষণার দিকে।
এদিকে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন সহ সর্বস্তরের নেতাকর্মীরা জেলা ও কেন্দ্রীয় বিএনপিকে ঝিনাইগাতী উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে আসন্ন আহবায়ক কমিটিতে আহ্বায়ক–সদস্য সচিব পদে কর্মিবান্ধব নেতাদেরকে মনোনিত করতে অনুরোধ জানিয়েছেন।
ঝিনাইগাতী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে ঘিরে ৬ নেতার তুমুল লড়াই
-
এম,শাহজাহান
- আপডেট সময় ১১:৫৮:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
- ২৬ বার পড়া হয়েছে
ট্যাগস :
সর্বাধিক পঠিত